শোভনীয়া ক্লাবের শুভ সূচনা

তৃতীয় বিভাগ ফুটবল লিগের উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২২ at ১০:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত এবং সাইফ পাওয়ারটেক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় সাইফ পাওয়ারটেক সিজেকেএস-সিডিএফএ তৃতীয় বিভাগ ফুটবল লিগ ২০২১ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার কলেজিয়েট হাই স্কুল মাঠে উদ্বোধনী খেলায় মাদারবাড়ী শোভনীয়া ক্লাব ৩-০ গোলে চন্দনপুরা একাদশকে পরাজিত করে। বিজয়ী শোভনীয়ার পক্ষে শাহরিয়ার ২টি ও জুয়েল ১টি গোল করেন। খেলা শুরুর আগে লিগের উদ্বোধন করেন প্রধান অতিথি সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছিরউদ্দীন। জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম শহীদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওয়াহিদ দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইউসুফ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিল গোলাম মো. জুবায়ের, সিজেকেএস সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মো. আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য প্রদীপ ভট্টাচার্য, নাসির মিঞা, সিজেকেএস ফুটবল কমিটির সম্পাদক মো. শাহজাহান, যুগ্ম সম্পাদক আখতারুজ্জামান, ফুটবল অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ইয়াসিন আরাফাত, নির্বাহী সদস্য আবদুল হান্নান মিরণ, কাজি জসিমউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। আজ তৃতীয় বিভাগ ফুটবল লিগের দ্বিতীয় দিনে দুটি খেলা অনুষ্ঠিত হবে। এতে পাথরঘাটা দূর্বার সাংস্কৃতিক গোষ্ঠী-ফটিকছড়ি উপজেলা ক্রীড়া সংস্থা (দুপুর ১টা ৪৫) এবং এম এইচ স্পোর্টিং ক্লাব-ক্রিসেন্ট ক্লাব (৩টা ১৫) প্রতিদ্বন্দ্বিতা করবে। দুটি খেলাই কলেজিয়েট স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার ফুটবল অনুশীলন শুরু
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের জায়গা পরিদর্শনে এনএসসি কর্মকর্তারা