মাদারবাড়ী শোভনীয়া ক্লাব আয়োজিত বীর মুক্তিযোদ্ধা জমির আহমেদ সর্দ্দার স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের এন্ট্রি আহ্বান করা হয়েছে। উক্ত টুর্নামেন্টে অংশ গ্রহণে ইচ্ছুক দল সমূহকে আগামী ১৫ জানুয়ারির মধ্যে এন্ট্রি ফরম সংগ্রহ করার জন্য অনুরোধ করা হয়েছে। যোগাযোগ : ০১৮৬৭৬৫২৭০২, ০১৯১৮৬৮১৬৩১, টেন স্পোর্টস জলসা মার্কেট-০১৮৬১৭০৮৫৭১। এন্ট্রি ফি একক-৮০০ টাকা, দ্বৈত-১৪০০ টাকা। প্রাইজমানি ট্রফিসহ দ্বৈত চ্যাম্পিয়ন ১০ হাজার টাকা, দ্বৈত রানার্স আপ ৬ হাজার টাকা, একক চ্যাম্পিয়ন ৬ হাজার টাকা, একক রানার্স আপ ৩ হাজার টাকা।