মাদারবাড়ী শোভনীয়া ক্লাব আয়োজিত আ.জ.ম নাছির উদ্দীন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে রাঙ্গুনিয়া ফুটবল একাডেমি। গতকাল সোমবার দ্বিতীয় সেমিফাইনালের খেলায় তারা টাইব্রেকারে ৫–৪ গোলে পশ্চিম ডলু স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। নির্ধারিত সময়ে কোন দল গোল করতে পারেনি। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। গতকালের খেলার ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় রাঙ্গুনীয়া ফুটবল একাডেমির গোলরক্ষক মো. জহির। তার হাতে ক্রেস্ট তুলে দেন সদরঘাট থানা পুলিশের সেকেন্ড অফিসার বিমল কান্তি দেব ও ৩১ নং আলকরন ওয়ার্ডের ‘গ’ ইউনিটের সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন। শুক্রবার বিকাল ৪ টায় ফাইনাল খেলায় নোয়াপাড়া লায়ন্স ক্লাব ও রাঙ্গুনীয়া ফুটবল একাডেমি প্রতিদ্বন্দ্বিতা করবে।