একজন পরিপূর্ণ থিয়েটার কর্মী যাকে বলে তার সব গুণাবলী ছিল শোভনময় ভট্টাচার্যের। তাঁর নাটকে আমরা দেখতে পাই নতুন নতুন আঙ্গিকের পরীক্ষা-নিরীক্ষা। শোভনময় ভট্টাচার্যের সপ্তদশ প্রয়াণ দিবস উপলক্ষে শোভন নাট্য সন্ধ্যার প্রথম দিনে স্মৃতিকথা পর্বে আলোচনায় এসব কথা বলেন অতিথিবৃন্দ। কথক থিয়েটারের উদ্যোগে শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে সভায় অতিথি ছিলেন নাট্যজন মুনির হেলাল, চিত্রচিল্পী বীজন মজুমদার, চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সভাপতি খালেদ হেলাল ও সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম বাবু। বক্তব্য দেন, তাপস শেখর ও মিশফাক রাসেল। অনুষ্ঠানে এবছর থেকে প্রবর্তিত ‘শোভনময় ভট্টাচার্য স্মারক সম্মাননা’ প্রদান করা হয় থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রাম ও নরেন আবৃত্তি একাডেমিকে। প্রধান সমন্বয়কারী মুহাম্মদ শাহ্ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয় প্রকাশ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন, উত্তম কুমার বিশ্বাস। মুক্তমঞ্চে পরিবেশিত হয় নরেন আবৃত্তি একাডেমির কাব্য নাটক ‘অমাবস্যা’ ও থিয়েটার ওয়ার্কশপের ‘একাত্তরের তেলেসমাতি’। শোভন নাট্য সন্ধ্যার আজ সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঞ্চস্থ হবে কথক থিয়েটারে নাটক ‘অস্পৃশ্য’। প্রেস বিজ্ঞপ্তি।