শোকের কবিতা আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও উপজেলা নির্বাহী অফিসারের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান গত সোমবার খবরিকা কার্যালয়ে সাংবাদিক মাহবুব পলাশের সভাপতিত্বে ও রাজিব মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রুহুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন ও দৈনিক সমকাল প্রতিনিধি বিপুল দাস। আবৃত্তি করেন সাহাদাত হোসেন লিটন, শিল্পি রণজিত ধর, প্রতাপ বণিক রানা ও নুসরাত জাহান সায়মা। উপস্থিত ছিলেন সাংবাদিক আবু সাঈদ ভূঞা, আব্দুল মান্নান রানা, সানোয়ার ইসলাম রনি ও তরুন সাংবাদিক এমদাদুল হক ভূঞা।
পরে পুরস্কার বিতরণ এবং প্রধান অতিথি ও বিশেষ অতিথি খবরিকা অনলাইন ষ্টুডিও’র উদ্বোধন করেন।