ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর হুমকি দেওয়া বাঁশখালীর চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীকে কেন বরখাস্ত করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। সেই নোটিশের জবাব দিয়েছেন চেয়ারম্যান মুজিবুল হক। গতকাল বুধবার নোটিশের জবাব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের উপ–পরিচালক (স্থানীয় সরকার) লুৎফুন নাহার।
গত ১২ নভেম্বর এ নোটিশ দেওয়া হলেও বিষয়টি অনেকটা মিড়িয়ার অগোচরে ছিল। গত ৬ নভেম্বর বাঁশখালীর চাম্বল বাজারে ‘বিএনপি জামায়াতের হরতাল ও নৈরাজ্যবিরোধী’ ব্যানারে এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় মার্কিন রাষ্ট্রদূতকে পেটানোর হুমকি দেন চাম্বলের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী। পরে বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি এলে তা নিয়ে প্রতিক্রিয়া জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর। পিটার হাসকে পেটানোর প্রকাশ্য হুমকিকে ‘সহিংস বক্তব্য’ হিসেবে আখ্যা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
মুজিবুল হক চৌধুরী এমন বক্তব্য দিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন উল্লেখ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায়। ১০ নভেম্বর গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এরপর ১২ নভেম্বর মুজিবুল হক চৌধুরীকে কারণ দর্শানো এ নোটিশ দেন চট্টগ্রামে স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ–পরিচালক রাকিব হাসান।
নোটিশে বলা হয়, আপনার এ ধরনের বক্তব্য রাষ্ট্রের স্বার্থের জন্য হানিকর ও এতে বহির্বিশ্বে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। কেন আপনার বিরুদ্ধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর (৩৪) ৪ ধারা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার জবাব আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে এ কার্যালয়ে জানানোর অনুরোধ করা হলো।’ তারই প্রেক্ষিতে জবাব দেওয়া হয় বলে সূত্রে জানা যায় ।
কি জবাব দিয়েছে তা জানার জন্য চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীকে মোবাইলে কল করা হলেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, চেয়ারম্যান নিজেই ডিসি অফিসে গিয়ে সরাসরি জবাব দিয়েছে।