শেয়ার দর বাড়া–কমা নিয়ে আগাম ঘোষণা দেওয়া কিছু ফেসবুক পেজ ও গ্রুপের বিষয়ে বিনিয়োগকারীদের সতর্ক করে দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিয়ন্ত্রক সংস্থাটি বলেছে, এসব পেজ ও গ্রুপ থেকে শেয়ার দর নিয়ে ‘লোভনীয় প্রস্তাবের’ মাধ্যমে ‘প্রতারণামূলক’ কার্যক্রম চালানো হচ্ছে। এসব পেজ ও গ্রুপের নামও প্রকাশ করেছে বিএসইসি। ১১টির মধ্যে তিনটি পেজ এবং আটটি গ্রুপ হিসেবে পরিচালিত। খবর বিডিনিউজের।
১১ পেজ ও গ্রুপের মধ্যে রয়েছে : শখের শেয়ার বাজার, বিডি স্টক এক্সচেঞ্জ (ডিএসই অ্যান্ড সিএসই), মমিন ডিএসই, আশাকা রাসুল নোমানি, শেয়ার মার্কেট সাকসেস স্ট্রাটেজিস, বাজার বিশ্লেষণ, আশিকুর রহমান আশিক, আনিকা সারাহ (কনসালটেন্সি অ্যাসেট ম্যানেজমেন্ট), পাবলিক বিজনেস ক্লাব, প্ল্যান্ড ইনভেস্টমেন্ট, কালেব রাইট। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সমপ্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারকচক্র পুঁজিবাজারে বিনিয়োগের জন্য লোভনীয় প্রস্তাব করে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার চেষ্টা করছে।
ফেসবুকে প্রাথমিক অনুসন্ধানে কিছু পেজ বা গ্রুপের সন্ধান পাওয়া গেছে। এসব পেজ থেকে পুঁজিবাজারের বিভিন্ন শেয়ারের দর বৃদ্ধি ও কমে যাওয়া নিয়ে ‘বিভ্রান্তিকর’ তথ্য প্রচার করা হচ্ছে, যাকে ‘বেআইনি’ বলছে বিএসইসি।
নিয়ন্ত্রক সংস্থাটি বিনিয়োগকারিদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেছে, শুধু নিবন্ধিত প্রতিষ্ঠান ও ব্যক্তি শেয়ার নিয়ে গবেষণা তথ্য প্রকাশ করতে পারে।












