শেষে মারা গেলেন ছুরিকাঘাতকারীই

টেকনাফ প্রতিনিধি | মঙ্গলবার , ৩ অক্টোবর, ২০২৩ at ৪:১৩ পূর্বাহ্ণ

টেকনাফে সমিতির টাকা নিয়ে বিরোধকে কেন্দ্র করে জয়নাল নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় জয়নালকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়েছে। তার মৃত্যুর গুঞ্জনে ঘাতক হাবিবুর রহমান স্ট্রোক করে মারা যান। গত রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হাবিবুর ও জয়নাল দুজনেই ওই এলাকার বাসিন্দা। জয়নাল বর্তমানে কঙবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, শাহপরীর দ্বীপ উত্তরপাড়া এলাকার প্রায় ৫০ জন মিলে একটি সমিতি গঠন করে। ওই সমিতির টাকার হিসাব নিয়ে হাবিবুরের সঙ্গে জয়নালের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কোমরে থাকা ছুরি দিয়ে জয়নালের পেটে আঘাত করে পালিয়ে যান হাবিবুর। স্থানীয় লোকজন জয়নালকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যান।

এদিকে জয়নালকে ছুরিকাঘাতের পর পালিয়ে গিয়ে সাবরাং ইউনিয়নের মাঝেরপাড়ায় ফুফুর বাড়িতে আশ্রয় নেন হাবিবুর। কিছুক্ষণ পর ফোনে খবর আসে, জয়নাল মারা গেছেন। যা শুনে হাবিবুর মাটিতে পড়ে যান। হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আবদুর রাজ্জাক বলেন, এ ঘটনায় কেউ এখনো থানায় অভিযোগ করেননি। সোমবার সকালে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কঙবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধঝুঁকিপূর্ণ হয়ে উঠছে অভ্যন্তরীণ নৌ রুট
পরবর্তী নিবন্ধসাজা শেষ দুই মাস আগে, তিনি এখনো কারাগারে