শেষপ্রহরে তো সে আসবেই নীরবে
ম্লান চাঁদের আলোয় ঢেকে যাবে ঘর,
চোখের কোণে জমে থাকা সব অশ্রু
মুছে দিয়ে বলবে, আমি কি তোর পর!
মন চুপচাপ পাশে থাকা বিনিদ্র রাত
শরতের শিশিরে ভিজবে নীরব ভোর
শেষ নিঃশ্বাসে মিশে যাবে দূরের বাঁশি
অদ্ভুত নীরবতায় ডুববে বিষণ্ন স্বর।
জ্যোৎস্না মেখে স্বপ্ন, মন দেউড়িরে সন্ধ্যা
আকাশে মিশে যাবে তারা হয়ে ধীরে,
মৃদু বাতাস এসে ছুঁয়ে দেবে কপাল
যেন বলবে ভালোবাসা পুড়ুক নীড়ে।
নিভৃত রাত্রি নেমেছে ছায়ার সিঁড়ি বেয়ে
আঙুলের ফাঁকে আলো নিভে অজানা,
মুখোমুখি পাঁজরে নির্লিপ্ত এক শোক
হারিয়ে গিয়েছে হলুদ পত্রবল্লভের ডানা।











