কর্ণফুলীতে শেষ হলো আয়ুর বিবি ট্রাস্টের মাসব্যাপী কবরস্থান ভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচি। গতকাল শুক্রবার সকালে সামাজিক সংগঠন দুরন্ত দুর্বারের আয়োজনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা লায়ন মো. হাকিম আলী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গাছ আমাদের অক্সিজেন দেয়, জীবন রক্ষা করে। একটি গাছ কাটার আগে কতটি গাছ রোপণ করা উচিত, সে বিষয়ে আমাদের সচেতন হতে হবে। তিনি আরও বলেন, প্রতিটি ধর্মেই গাছ লাগানোর কথা বলা হয়েছে। সন্তানদের গাছ লাগাতে উৎসাহিত করতে হবে।
দুরন্ত দুর্বারের সভাপতি লায়ন রমজান আলী রমুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন জাগরণী সংঘের প্রধান উপদেষ্টা শাহাজাহান ফারুকী, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের জিএম আবদুর রহিম, দুরন্ত দুর্বারের সাবেক সভাপতিবৃন্দ এম. এ মারুফ, মির্জা মো. বাহার উদ্দিন, জলিল আহমদ ও লায়ন এম. মুছা সিকদার, আবু তাহের মেম্বার, বাহার উদ্দিন, নুর উদ্দিন, রাজু আহমদ, মাহবুব আলম মো. ফরিদ, মো. শাহাজাহান, আশরাফুল আলী মুন্না, আলী আজম, আলী আকবর, আরাফাত, ইমরান হোসেন, মুন্না, জুয়েল, সিফাত, আবিদ প্রমুখ।