শেষ হলো ফরাসি ধ্রুপদী চলচ্চিত্র উৎসব

| রবিবার , ২১ সেপ্টেম্বর, ২০২৫ at ১:০২ অপরাহ্ণ

ফ্রান্সের সিনেমা বিশ্বচলচ্চিত্রের সূচনা থেকে এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। বিশ্বে প্রথমবারের মতো চলচ্চিত্র প্রদর্শিত হয় প্যারিসে ১৮৯৫ সালের ২৮ ডিসেম্বর। এরপর থেকে নানা বিবর্তন, আন্দোলন, চর্চা এবং চলচ্চিত্রের ধ্রুপদী ও আধুনিক ভাষা নির্মাণের মধ্য দিয়ে ফরাসি চলচ্চিত্র সারা বিশ্বে মুখ্য ভূমিকা পালন করে আসছে। গত ১৯ সেপ্টেম্বর আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউট ও আলিয়ঁস ফ্রঁসেজের যৌথ আয়োজনে ফরাসি ধ্রুপদী চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের পরিচালক ব্রুনো ল্যাকরাম্প, চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউটের সভাপতি শৈবাল চৌধূরী, সাধারণ সম্পাদক আরাফাতুল আলম। অতিথিবৃন্দ অধিবেশনে প্রদর্শিত চারটি ছবি এবং ফ্রান্সের সিনেমা নিয়ে আলোচনা করেন।

এ অধিবেশনে ফ্রান্সে নির্মিত চারটি বিশ্বখ্যাত ধ্রুপদী চলচ্চিত্র প্রদর্শিত হয়। ১৯ সেপ্টেম্বর প্রদর্শিত হয় ফোর হান্ড্রেড ব্লোজ ও আইজ উইদাউট এ ফেস এবং ২০ সেপ্টেম্বর প্রদর্শিত হয় হিরোশিমা মন আমুর ও বালথাজার এট রেনডম। দর্শক সমাগমের মধ্য দিয়ে অধিবেশন উৎসবমুখর হয়ে ওঠে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত হেলপার
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটিতে নথি ব্যবস্থাপনা বিষয়ক ওয়ার্কশপ