চট্টগ্রামের অদূরে ভাটিয়ারি গল্ফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে গত ১১ ও ১৩ই মার্চ ৬ষ্ঠ কেএসআরএম গল্ফ টুর্নামেন্ট-২০২১ অনুষ্ঠিত হয়েছে। গত ১২মার্চ এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. ফখরুল আহসান এবং প্লান্ট ডিরেক্টর কমোডোর (অব.) শামসুল কবির, কেএসআরএম এর মার্কেটিং অ্যান্ড সেলসের সিনিয়র জিএম মো. জসিম উদ্দিন, জিএম সৈয়দ নজরুল আলম, অ্যাসিস্টেন্ট ম্যানেজার মো. আবু সুফিয়ান, সিনিয়র অফিসার মিজান-উল-হক প্রমুখ। এদিন তাঁরা বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। গত ১৩ মার্চ দুপুরে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এয়ার ভাইস মার্শাল এ.এস.এম ফখরুল ইসলাম, এয়ার অফিসার কমান্ডিং, বিএএফ বেস জহুরুল হক এবং প্রেসিডেন্ট, শাহীন গলফ্ এন্ড কান্ট্রি ক্লাব। বিশেষ অতিথি ছিলেন মো. মেহেরুল করিম। এছাড়া উপস্থিত ছিলেন কেএসআরএম গ্রুপ ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। প্রধান অতিথি তাঁর সমাপনী বক্তব্যে বলেন, টানা ৬ষ্ঠ বার কেএসআরএম টুর্নামেন্ট আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। এ ধরনের গল্ফ টুর্নামেন্ট জাতীয় পর্যায় থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসময় তিনি কেএসআরএম’র উত্তরোত্তর সমৃদ্ধি ও টুর্নামেন্ট আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। পাশাপাশি এ আয়োজনে কেএসআরএমের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরবর্তীতে র্যাফেল ড্র এবং খেলোয়ারদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।