শেষ ম্যাচ জিতে সিরিজ ড্র করল অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১০ জানুয়ারি, ২০২৫ at ১০:৩৪ পূর্বাহ্ণ

টিটোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে শ্রীলংকায় চার ম্যাচের প্রস্তুতি সিরিজ খেলতে গিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব১৯ নারী ক্রিকেট দল। সেখানে প্রথম দুই ম্যাচে হেরে একরকম কোণঠাসা হয়ে পড়েছিল বাংলার কিশোরীরা। তবে শেষ দুই ম্যাচে জিতে সিরিজ ড্র করার পাশাপাশি বিশ্বকাপের প্রস্তুতিটাও দারুণ করল অনূর্ধ্ব১৯ নারী দল। সিরিজের শেষ ম্যাচে ২১ রানে জিতেছে সফরকারীরা। ১২৭ রানের লক্ষ্যে ৮ উইকেট হারিয়ে ১০৫ রানের বেশি করতে পারেনি লঙ্কানরা। সম্মিলিত অবদানে সিরিজের সর্বোচ্চ দলীয় স্কোর এনে দিলেন ব্যাটাররা। বোলাররাও ধরে রাখলেন ধারাবাহিকতা। চমৎকার ব্যাটিংবোলিংয়ে সিরিজের শেষ ম্যাচেও জয় পেল বাংলাদেশ অনূর্ধ্ব১৯ দল। কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হারের শঙ্কায় পড়ে গিয়েছিল বাংলাদেশ। তবে শেষ দুই ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজ ড্র করল সুমাইয়া আক্তারের নেতৃত্বাধীন দল। টিটোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের নিজেদের অবস্থা পর্যবেক্ষণের শেষ সুযোগ ছিল এই সিরিজ। শুরুর দুই ম্যাচে ব্যাটিংয়ে ব্যর্থ হলেও পরে উন্নতি করেছে তারা। বিশ্বকাপ খেলতে শনিবার শ্রীলঙ্কা থেকেই মালয়েশিয়া চলে যাবে বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের হয়ে ২৪ রানের বেশি করতে পারেনি কেউ। তবে সাত ব্যাটার খেলেন দুই অঙ্ক ছোঁয়া ইনিংস।

টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম দুই বলেই বাউন্ডারি মারেন ফাহমিদা ছোঁয়া। প্রথম ৪ ওভারে ৩৯ রান করে ফেলে বাংলাদেশ। তৃতীয় ওভারে আউট হন ফাহমিদা, ৭ বলে ১১। সপ্তম ওভারে পরপর দুই বলে ফেরেন সুমাইয়া আক্তার সুবর্ণা ১৫ বলে ১৩ রান ও ঈভা ১৭ বলে ২০ রান করে। এরপর সাদিয়া ইসলাম ও অধিনায়ক সুমাইয়া আক্তারও বেশিক্ষণ টিকতে পারেননি। ষষ্ঠ উইকেটে ৪১ বলে ৩৭ রানের জুটি গড়েন জান্নাতুল মাওয়া ও আফিয়া আসিমা। আগের ম্যাচের নায়ক আফিয়া এবার ২৩ বলে করেন ২১ রান। জান্নাতুল খেলেন ২৭ বলে ২৪ রানের ইনিংস। শেষ দিকে ১টি করে চারছক্কায় ৯ বলে ১৫ রানের ক্যামিও খেলে দলকে ১২৬ রানে নিয়ে যান সাদিয়া আক্তার। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন রাশমিকা সেওয়ান্দি।

লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই রানআউট হন সাঞ্জানা কাভিন্দি। পরের ওভারে খালি হাতে ফেরেন ভিমোকশা বালাসুরিয়া। শুরুর ধাক্কা আর সামলে উঠতে পারেনি লঙ্কানরা। অধিনায়ক মানোদি নানায়াক্কারা ২৬ বলে ২৫ রানের ইনিংসে একপ্রান্ত আগলে রাখেন। কিন্তু রানের গতি বাড়াতে তিনি পারেননি। সাত নম্বরে নেমে ৫ চার, ২ ছক্কায় হিরুনি হানসিকা খেলেন ২৯ বলে ৪৪ রানের ইনিংস। অন্য প্রান্ত থেকে সমর্থন না পাওয়ায় পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কাজে লাগেনি তার চেষ্টা। শেষ পর্যন্ত ১০৫ রানে থামে স্বাগতিক নারীরা। বাংলাদেশের পক্ষে ৩টি উইকেট নেন জান্নাতুল। এছাড়া ৪ ওভারে দুই মেডেনসহ মাত্র ৯ রানে ১ উইকেট নেন নিশিতা আক্তার।

পূর্ববর্তী নিবন্ধশেষ ওভারে ২৬ রান নেওয়া সম্ভব মনে করেই খেলছিলেন সোহান
পরবর্তী নিবন্ধরোহিত-কোহলিকে ঘরোয়া ক্রিকেটে ফেরার পরামর্শ