চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের মনোনয়ন পত্র সংগ্রহের শেষ দিনটা ছিল নাটকীয়তায় ভরা। আদালতের রায়ে মাদারবাড়ি মুক্তকন্ঠ ক্লাবের তিন প্রতিনিধি দিদারুল আলম চৌধুরী, এম এ মুছা বাবলু এবং আশরাফুজ্জামানের নাম বাদ পড়ে ভোটার তালিকা থেকে। গতকাল মনোনয়ন পত্র সংগ্রহের শেষ দিনে আদালতের শরণাপন্ন হয় মুক্তকন্ঠ ক্লাবের এই তিন কাউন্সিলর। আদালত তাদের আবেদনের প্রেক্ষিতে গত ২৩ অক্টোবর প্রদত্ত আদেশ বাতিল করেন। ফলে গতকালই এই তিন জনের নাম সংযুক্ত করা হয় ভোটার তালিকায়। আর এই তিন জনের মধ্যে সংস্থার বর্তমান সহ সভাপতি দিদারুল আলম চৌধুরী সহ সভাপতি এবং সাধারণ সম্পাদক এ দুটি পদে মনোনয়ন পত্র ক্রয় করেন। পাশাপাশি গতকাল সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পত্র ক্রয় করেছে এফএমসি স্পোর্টসের প্রতিনিধি জাফির ইয়াসিন চৌধুরী। তিনি জানিয়েছেন তার প্রতিনিধি মনোনয়ন পত্র ক্রয় করতে গেলে প্রথমে তাকে মনোনয়ন পত্র দেওয়া হয়নি। পরে আবার গেলে মনোনয়ন পত্র দেওয়া হয়। এখন তিনি এই পদে নির্বাচন করতে দৃঢ় প্রতিজ্ঞ। এ নিয়ে সাধারন সম্পাদক পদে চারজন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করলেন। গতকাল সহ সভাপতি পদে মনোনয়ন পত্র নিয়েছেন বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম। এছাড়া সাধারণ সদস্য পদে মনোনয়ন পত্র গ্রহণ করেছেন মুজিবুর রহমান, লোকমান হাকিম মোঃ ইব্রাহিম, বিজয় কুমার চৌধুরী কিষান, ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, এম এ মুছা বাবলু, আশরাফুজ্জামান আশরাফ এবং মোহাম্মদ ইউসুফ।
এছাড়া গতকাল
এদিকে গতকাল মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৩১জন প্রার্থী। তাদের মধ্যে সহ সভাপতি পদে মনোননয়ন জমা দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, শাহজাদা আলম এবং মকসুদুর রহমান বুলবুল। অতিরিক্ত সাধারন সম্পাদক পদে মশিউর রহমান চৌধুরী এবং ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু । যুগ্ম সম্পাদক পদে মনোনন পত্র জমা দিয়েছেন মশিউর রহমান চৌধুরী, ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, মোহাম্মদ শাহজাহান এবং সরোয়ার আলম চৌধুরী মনি। কোষাধ্যক্ষ পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন শাহাবুদ্দিন মোঃ জাহাঙ্গীর। এছাড়া সাধারন সদস্য পদে যারা মনোনয়ন জমা দিয়েছেন তারা হলেণ আবদুল হান্নান আকবর, শওকত হোসাইন, অনুপ বিশ্বাস, হারুণ আল রশিদ, এ কে এম সাইফুদ্দিন চৌধুরী, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, মোমিনুল হক, সিরাজুল আলম, রাশেদুর রহমান মিলন, নাসির মিয়া, রায়হান উদ্দিন রুবেল, জহির আহমেদ চৌধুরী, মোহাম্মদ শাহজাহান, ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, মোহাম্মদ হাসান মুরাদ, সাইফুল্লাহ চৌধুরী, এইচ এম সোহেল, মুজিবুল রহমান, গোলাম মহিউদ্দিন হাসান, কল্লোল দাশ। এছাড়া সাধারন সদস্য পদে একমাত্র মহিলা প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন আবেদীন ক্লাবের প্রতিনিধি সাহেলা আবেদীন রিমা। আজ মনোনয়ণ জমা দানের শেষ দিন। আজ সবশেষ কতজন মনোনয়ণ জমা দেন সেটাই দেখার বিষয়।