শেষ দিনে এক ঘণ্টায় শেষ ট্রেনের সব অগ্রিম টিকিট

ঈদে প্রতিদিন ট্রেনে বাড়ি ফিরবেন ১৫ হাজার যাত্রী

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২১ মার্চ, ২০২৫ at ৮:৪৭ পূর্বাহ্ণ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির গতকাল ছিল শেষ দিন। গতকাল ২০ মার্চ যাত্রীদের মাঝে বিক্রি করা হয়েছে ৩০ মার্চের টিকিট। গতকালও দুপুর ২টায় অনলাইনে টিকিট বিক্রি শুরু হওয়ার এক ঘণ্টার মধ্যে অন্তঃনগর ট্রেনের সকল টিকিট বিক্রি শেষ হয়েছে। এর আগের দিন যাত্রীদের মাঝে দেয়া হয়েছে ২৯ মার্চের টিকিট। ২৮, ২৯ এবং গতকাল ৩০ মার্চের টিকিট অনলাইনে ওপেন হওয়ার সাথে সাথে প্রায় ট্রেনের টিকিট শেষ হয়ে যায়। ঢাকা রুটের কয়েকটি ট্রেনের কিছু টিকিট থাকলেও দুপুরের পর তাও শেষ হয়ে যায় বলে স্টেশন মাস্টার জানিয়েছেন। আগামী ১ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর ধরে রেল কর্তৃপক্ষ গত ১৪ মার্চ থেকে সকল আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে।

প্রথম দুইদিন ১৪ ও ১৫ মার্চ যাত্রীদের মাঝে বিক্রি করা হয়েছিল ২৪ ও ২৫ মার্চের টিকিট। ওই দুইদিন টিকিটের তেমন চাহিদা ছিল না বলে জানান চট্টগ্রাম স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার। সরকরিবেসরকারি অফিস আদালতে আগামী ২৭ মার্চ বৃহস্পতিবার অফিস করার পর থেকে ঈদের ছুটি শুরু হবে। তাই ২৮, ২৯ ও ৩০ মার্চের ট্রেনের টিকিটের চাহিদা ছিল যাত্রীদের কাছে সবচেয়ে বেশি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সর্বসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে নির্বাহী আদেশে ৩ এপ্রিল ২০২৫ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এর ফলে এবার ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা নয় দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তাকর্মচারীরা। গতকাল উপদেষ্টা পরিষদের এক সভায় ৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

১৬টি আন্তঃনগরে ট্রেনের অগ্রিম টিকিট : চট্টগ্রাম রেল স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার আজাদীকে বলেন, গত ১৪ মার্চ থেকে যাত্রীদের মাঝে ১৬টি আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে অনলাইনে। বৃহস্পতিবার শেষ হয়েছে। প্রতিটি আন্তঃনগর ট্রেনের আসনের অতিরিক্ত ২৫ শতাংশ দাঁড়িয়ে ভ্রমণের (স্ট্যান্ডিং) টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। এবার চট্টগ্রামচাঁদপুরচট্টগ্রাম রুটে চাঁদপুর ঈদ স্পেশাল ১ ও ২ নামে এক জোড়া ট্রেন চালানো হবে। ঈদে চট্টগ্রাম থেকে প্রতিদিন ১৫ হাজার যাত্রী ট্রেনে করে নিজ নিজ গন্তব্যে পৌঁছতে পারবেন বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধসংখ্যালঘুদের নিরাপত্তায় বাংলাদেশের পদক্ষেপকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র
পরবর্তী নিবন্ধযানজটপ্রবণ স্থানে থাকবে মনিটরিং