বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের শেষ চার নিশ্চিত করেছে দুই দল। দল দুটি হচ্ছে চট্টগ্রাম এবং খুলনা। এদের মধ্যে ছয় ম্যাচের পাঁচটিতে জিতে পয়েন্ট তালিকায় সবার ওপরে চট্টগ্রাম । এক ম্যাচ বেশি খেলে চার জয় নিয়ে দ্বিতীয় স্থানে খুলনা। তাদের ঠিক পেছনে ঢাকা। ছয় ম্যাচে যাদের পয়েন্টও ঠিক ৬। অপরদিকে রাজশাহী এবং বরিশালের পয়েন্ট সমান ৪। যদিও রাজশাহী খেলেছে ৭ ম্যাচ। আর বরিশাল খেলেছে ৬ ম্যাচ। সে দিক থেকে এই দুই দলের মধ্যে বরিশালের সম্ভাবনা বেশি শেষ চারে যাওয়ার। রাজশাহীর আরেকটি ম্যাচ আছে। সেটি চট্টগ্রামের বিপক্ষে। এই ম্যাচ জিতলেও রাজশাহীর নকআউট পর্বে যাওয়ার নিশ্চয়তা নেই।
রাজশাহীল চাইতে তামিমের বরিশালের সুযোগ বেশি। কারন তাদের আরও দুই ম্যাচ বাকি। দুটিতে জিতলে তাদের পয়েন্ট হবে ৮। একটি জিতলেও সংগ্রহ দাঁড়াবে ৬। আজ বৃহস্পতিবার রয়েছে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ। দুপুর সাড়ে ১২টায় মুখোমুখি হবে ঢাকা ও খুলনা। খুলনার এটিই শেষ ম্যাচ। জিতলে খুলনার পয়েন্ট হবে ১০। আর ঢাকা জিতলে তাদের সংগ্রহ দাঁড়াবে ৭ ম্যাচে ৮ পয়েন্ট । তখন তাদের শেষ চার নিশ্চিত হয়ে যাবে। অন্যদিকে দিনের পরের ম্যাচটি তামিমের বরিশালের জন্য অতি গুরুত্বপূর্ণ। শেষ চারে থাকার লড়াইয়ে টিকে থাকতে হলে আজকের ম্যাচে শীর্ষে থাকা চট্টগ্রামকে হারাতেই হবে। অবশ্য হারলেও সম্ভাবনা একেবারে শেষ হয়ে যাবেনা বরিশারের। তখন শেষ ম্যাচটির জন্য অপেক্ষা করতে হবে তাদের।