মুজিববর্ষ সিজেকেএস বাকলিয়া কন্সট্রাকশন দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের সুপার ফোর পর্বের শেষ খেলায় জয় পেয়েছে রাফা ক্রিকেট ক্লাব। আর এ দিয়েই লিগ শেষ করলো তারা। সুপার পর্বের আগের দুটো খেলায় হার মানে তারা। গতকাল বৃহস্পতিবার মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় রাফা ক্রিকেট ক্লাব ৩ উইকেটে এলিট পেইন্ট আর সিকে পরাজিত করে। এলিট পেইন্ট সুপার ফোর পর্বের তিনটি খেলার কোনটিতেই জয় পায়নি। টসে জিতে রাফা গতকাল প্রথমে ব্যাট করতে পাঠায় এলিট পেইন্টকে। এলিট ৪৫ ওভার খেলে ১৫২ রান করে সবাই আউট হয়। দলের হয়ে ওমর ফারুক ১৮,শাহনেওয়াজ ১৬,সানি দাস ২৭,আরমান চৌধুরী ১৫,হারুন রশিদ ১১ এবং সিফাত ২৮ রান করেন। অতিরিক্ত রান হয় ২২। রাফা ক্লাবের হেমায়েত হোসেন ৪টি এবং আরিফ চৌধুরী ৩টি উইকেট দখল করেন। ১টি করে উইকেট পান হৃদয় হোসেন,সুফিয়ান আলম এবং রহমতউল্লাহ। জবাবে রাফা ক্রিকেট ক্লাব ৩৭.২ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। তারা ১৫৪ রান করে। দলের হয়ে হৃদয় হোসেন অপ. ৩৭,বেল্লাল হোসেন ৩৩,মহিউদ্দিন আকাশ ২৪ এবং শফিউল আকবর ২৬ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৮ রান। এলিট পেইন্টের রাফসান উদ্দিন ৩টি এবং আনোয়ার হোসেন ২টি উইকেট লাভ করেন। ১টি করে উইকেট নেন হারুন রশিদ এবং রাশেদুল হক। এদিকে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের সমাপনী খেলা আগামী ২৭ মার্চ রোববার, সকাল ৯ টায় চট্টগ্রাম এম.এ.আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে বার্ডস স্পোর্টিং ক্লাব এবং কর্ণফুলী ক্লাব। এ খেলাতেই লিগের শিরোপা নির্ধারণ হবে। খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য সিজেকেএস নির্বাহী সদস্য ও ক্রিকেট কমিটির সম্পাদক এ.কে.এম আবদুল হান্নান আকবর অনুরোধ জানিয়েছেন।