প্রিমিয়ার লিগ থেকে প্রথম বিভাগে নেমে যাওয়া আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল এক সময়ের চ্যাম্পিয়ন দল কাস্টমস স্পোর্টস ক্লাবের। গতকাল ছুটির দিনে পরাজয় দিয়ে শেষ হয়ে গেছে তাদের প্রিমিয়ার পর্ব। আগামী মৌসুমে তারা খেলবে প্রথম বিভাগ ফুটবল লিগে। অবশ্য লিগের শুরু থেকেই পরাজয় তাদের সঙ্গী। মাত্র একটি খেলায় ঐতিহ্যবাহী মোহামেডান ব্লুজকে ধরে ফেলেছিল তারা। ম্যাচটি গোলশূন্য ড্র হওয়ায় ১টি পয়েন্ট লাভ করেছিল কাস্টমস। সে এক পয়েন্ট নিয়েই তারা প্রস্থান করেছে প্রিমিয়ার লিগ পর্ব থেকে। এদিকে আগের ম্যাচের নৈরাজ্যকর সময় কাটিয়ে শতদল শেষ খেলায় প্রথম জয় দিয়ে সম্পন্ন করেছে তাদের এবারের প্রিমিয়ার লিগ পর্ব। এবারের লিগে এটিই তাদের প্রথম এবং শেষ জয়। বাকি খেলার ৬টিতে তারা ড্র করেছে এবং ২টিতে পরাজয় বরণ করেছে। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় শতদল ৪–১ গোলে কাস্টমস স্পোর্টস ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে প্রথমার্ধের ২৩ ও ২৬ মিনিটে গোল করেন যথাক্রমে হৃদয় হাওলাদার এবং হাফিজুর রহমান। দ্বিতীয়ার্ধের ১৯ মিনিটে আকিব এবং ইনজুরি টাইমে তৌসিফ গোল করেন। কাস্টমসের পক্ষে দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে শাহাদাত ১টি গোল পরিশোধ করেন। এ জয়ে শতদল ৯ খেলা শেষে ৯ পয়েন্ট পেয়েছে। গতকাল ম্যাচ সেরা নির্বাচিত হন বিজয়ী দলের হৃদয় হাওলাদার। তার হাতে ম্যান অব দি ম্যাচ পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর সৈয়দ গিয়াসউদ্দিন মাহমুদ। আজ শনিবার গুরুত্বপূর্ণ খেলায় অংশ নেবে কিষোয়ান স্পোর্টিং ক্লাব এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ। বিকাল ৩টায় এ খেলা এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।