শেরে বাংলা উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের মিলনমেলা

| সোমবার , ২০ জানুয়ারি, ২০২৫ at ৭:৪৯ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় শেরে বাংলা উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের মিলনমেলা সম্প্রতি কক্সবাজারে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে বিশেষ ক্রোড়পত্রের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সভাপতি লায়ন মো. খোরশেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মিজানুল হক হিরুর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন পরিষদের কার্যনির্বাহী উপদেষ্টা সভাপতি লায়ন সাখাওয়াত হোসেন সিকদার, কার্যনির্বাহী উপদেষ্টা আরিফুর রহমান সুমন, প্রাক্তন ছাত্র মনির আহমেদ, জহুরুল ইসলাম, মোজাম্মেল হক, রফিকুল ইসলাম, লায়ন নিজাম উদ্দিন, লায়ন মো. আমান উল্লাহ, নুরুল আলম, আহসান উল্লাহ সানি, নাজিম উদ্দীন, ফয়সাল মো. গিয়াস উদ্দিন, এনামুল হক, এরশাদ হোসেন হিরু, সালাহ উদ্দিন, আজমুল হুদা, পলাশ চক্রবর্তী, এনামুল রায়হান, নাজিমুস সাকিব, ইমরান বিন আউয়াল, সাব্বির হোসেন প্রমুখ। দুদিনব্যাপী অনুষ্ঠানমালায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষক সমিতি (বিটিএ) চট্টগ্রাম আঞ্চলিক শাখার ত্রিবার্ষিক সম্মেলন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম লেখিকা সংঘের উদ্যোগে বেগম ফাহমিদা আমিন স্মরণসভা