শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনে নবজাগরণ সৃষ্টি হয়েছিল

রাউজানে আলোচনা সভায় ফজলে করিম

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৯ মে, ২০২২ at ৮:২৭ পূর্বাহ্ণ

 

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে রাউজানে এক আলোচনা সভায় স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনে এদেশের মানুষের মাঝে সৃষ্টি হয়েছিল নবজাগরণ। দিনটি উপলক্ষে গত মঙ্গলবার রাউজান উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিমত ব্যক্ত করেন। উপজেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আবদুল ওহাব। সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল। বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, স্বপন দাশ গুপ্ত, কামরুল হাসান বাহদুর, শ্যামল পালিত, কাউন্সিলর কাজী মোহাম্মদ ইকবাল, বশির উদ্দিন খাঁন, অ্যাডভোকেট সমীর দাশ গুপ্ত, জানে আলম জনি, আলমগীর আলী, জসিম উদ্দিন চৌধুরী, আজাদ হোসেন, চেয়ারম্যান ভূপেষ বড়ুয়া, শফিকুল ইসলাম, সাহাবুদ্দিন আরিফ, বিএম জসিম উদ্দিন হিরু, সৈয়দ আবদুল জব্বার সোহেল, প্রিয়তোষ চৌধুরী, বাবুল মিয়া, রবিন্দ্র লাল চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, ইউছুপ খাঁন, মাহাবুবুল আলম, মুছা আলম খাঁন চৌধুরী,আবদুল লতিফ, সুমন দে, হাসান মোহাম্মদ রাসেল, তপন দে, আবু ছালেক, জিল্লুর রহমান মাসুদ, শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপ্রাথমিকেই গান শিখবে শিশুরা আড়াই হাজার শিক্ষক পদ হচ্ছে
পরবর্তী নিবন্ধশিল্পা শেঠি আসছেন ঢাকায়