শেখ হাসিনার সরকার জনগণের কল্যাণে ব্যাপক কাজ করছে

জিরিতে সড়ক উদ্বোধনে হুইপ সামশুল

পটিয়া প্রতিনিধি | রবিবার , ১৩ ডিসেম্বর, ২০২০ at ৫:৫১ পূর্বাহ্ণ

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, শেখ হাসিনার সরকার সাধারণ জনগণের কল্যাণে ব্যাপক কাজ করছে। যার ধারাবাহিকতায় পটিয়াতে ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হয়েছে। রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট, সড়ক বাতি, সোলার লাইট, স্কুল কলেজ মাদ্রাসার একাডেমিক ভবন, সুপেয় পানির জন্য ডিপ টিউবওয়েল স্থাপনসহ সাধারণ জনগণের নানা কল্যাণমূলক কাজ বাস্তবায়ন করেছে। তিনি আরোও বলেন, আগামী ইউপি নির্বাচনে প্রতিটি ইউনিয়নে যাকেই নৌকা প্রতীক দেয়া হবে তাদেরকেই জনপ্রতিনিধি নির্বাচিত করতে হবে।
তিনি গতকাল শনিবার বিকেলে উপজেলার জিরি ইউনিয়নের সাঁইদাইর হযরত হানিফ শাহ ও নজু শাহ সার্কুলার সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ দেবু, উপজেলা আ. লীগ সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী, হুইপের সহকারী একান্ত সচিব হাবিবুল হক চৌধুরী, সহ সভাপতি আবদুল্লাহ আল হারুন, ইউপি চেয়ারম্যান এম এ কাসেম, মুজিবুল হক চৌধুরী নবাব, সাংগঠনিক সম্পাদক এম এজাজ, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, মোজাম্মেল হোসেন রাজধন, জিরি ইউনিয়ন আ’লীগ সভাপতি আজিমুল হক, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম টিপু, কাশিয়াইশ ইউনিয়ন আ. লীগ সভাপতি জহির আহমদ চৌধুরী, মাস্টার রিটন নাথ, শাহ আজিজ, হাসেম মেম্বার, জুলেখা মেম্বার, জাবেদ সরওয়ার, ছাত্রনেতা নাজমুল সাকের সিদ্দিকী, আরাফাত শাকিল।

পূর্ববর্তী নিবন্ধ‘ধর্মের নামে দেশে সংস্কৃতি ধ্বংসের পাঁয়তারা চলছে’
পরবর্তী নিবন্ধউখিয়ায় মাটিভর্তি ডাম্পার জব্দ