শেখ হাসিনার পতন হলেও আ. লীগের চক্রান্ত থামেনি

বহদ্দারহাট মোড়ে অবস্থান কর্মসূচিতে এরশাদ উল্লাহ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৫ আগস্ট, ২০২৪ at ৭:৫০ পূর্বাহ্ণ

শেখ হাসিনার পতন হলেও এখনো আওয়ামী লীগের চক্রান্ত থামেনি বলে দাবি করেছেন নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। তিনি বলেন, আওয়ামী লীগ এখনো নানাভাবে দেশকে অস্থিতিশীল করার জন্য একের পর এক চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সংখ্যালঘু সমপ্রদায়ের লোকদের বাড়িঘর ও মন্দিরে হামলা করছে। তারা পরিকল্পিতভাবে দেশকে অশান্ত করার চেষ্টা করছে। আজকে গণতন্ত্রের যে বিজয় অর্জিত হয়েছে, সেই বিজয়কে আমাদের সংহত করতে হবে। কে বৌদ্ধ, কে হিন্দু, কে মুসলিম এবং কে খ্রিস্টান এটা বিএনপি কখনো পার্থক্য করে না। তিনি গতকাল বুধবার দুপুরে নগরের বহদ্দারহাট মোড়ে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রজনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে ৪ নং চান্দগাঁও ওয়ার্ড বিএনপির উদ্যোগে কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এরশাদ উল্লাহ আওয়ামী লীগের ষড়যন্ত্রের ব্যাপারে চট্টগ্রামবাসীকে সজাগ থাকার আহ্বান জনিয়ে বলেন, আওয়ামী লীগের ‘দুঃশাসন’ চলাকালে গত দেড় যুগ ধরে আমরা ভয় এবং আতঙ্কের রাজত্বে ছিলাম। আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে আমরা নিরন্তর সংগ্রাম করেছি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। এই আন্দোলনে আমরা আমাদের অনেক ভাই বন্ধু ও সহকর্মীকে হারিয়েছি। চান্দগাঁও ওয়ার্ড বিএনপির সভাপতি ইলিয়াছ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদুল কবির রানার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন, সাবেক কাউন্সিলর মাহবুব আলম, চান্দগাঁও থানা বিএনপির সভাপতি কাউন্সিলর মো. আজম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভূইয়া, নগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক মো. ওসমান, সাংগঠনিক সম্পাদক মো. হাসান।

পূর্ববর্তী নিবন্ধএসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হলেন লামিয়া মোরশেদ
পরবর্তী নিবন্ধজাতীয়-আন্তর্জাতিকভাবে মুক্তিযোদ্ধাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে : ফারুক ই আজম