বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাঙালি জাতি কখনো মুক্তির স্বাদ পেত না। রাজনীতি যার যার- জাতির জনক সবার। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি স্বাধীনতা অর্জন করেছে আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণ অর্থনৈতিক মুক্তি পেতে চলেছে। তিনি গত ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাঁশখালী উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা। চেয়ারম্যান তাজুল ইসলামের সঞ্চালনায় সভায় অতিথি ছিলেন চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, চেয়ারম্যান অ্যাডভোকেট আ ন ম শাহাদত আলম, চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, পৌরসভার মেয়র অ্যাডভোকেট এস এম তোফাইল বিন হোছাইন, চেয়ারম্যান কফিল উদ্দিন, চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন, চেয়ারম্যান অ্যাডভোকেট বদরুদ্দিন চৌধুরী, নীলকন্ঠ দাশ, জিল্লুল করিম শরীফি প্রমুখ। দিনব্যাপী কর্মসূচিতে ছিল-জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং জন্মদিনের কেক কাটা।