ফিনিক্স পাখির মতো একক দক্ষতায় দেশকে এগিয়ে নিচ্ছেন চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি ৩৮ বছর ধরে নেতৃত্ব দিচ্ছেন মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী উপমহাদেশের প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগ। সাহসী নেতৃত্বের জন্য ইতোমধ্যে বিশ্বজুড়ে খ্যাতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বিশ্বব্যাংকের চ্যালেঞ্জ মোকাবেলা করেও এগিয়ে নিচ্ছেন বাংলাদেশকে। যা তৃতীয় সারির যে কোন দেশের জন্য অনন্য উদাহরণ। দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে নিজ দলের দুর্নীতিবাজ, অপকর্মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। যা দেশীয় রাজনীতিতে বিস্ময়। বর্তমানে শেখ হাসিনার নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ। তাঁর রাজনৈতিক জীবনে অনেক পুরস্কার ও সম্মাননা পদক পেয়েছেন। এর মধ্যে আন্তর্জাতিক পর্যায়ে মোট ৩৭টি পুরস্কার পেয়েছেন। এর কোনটি পেয়েছেন সরকার প্রধান হিসেবে বাংলাদেশের সামগ্রিক সাফল্যের জন্য। ২০১৮ সালে বিশ্বের ক্ষমতাধর একশ নারীর তালিকায় ৩৬তম স্থান পান শেখ হাসিনা। ২০১১ সালে বিশ্বের সেরা প্রভাবশালী নারী নেতাদের তালিকায় সপ্তম স্থান দখল করেন। একজন গৃহিনী থেকে দেশীয় রাজনৈতিক অঙ্গন পেরিয়ে বিশ্বের দরবারে এক সাহসী বিস্ময় নেতৃত্বের নাম শেখ হাসিনা।
– এম. এ. গফুর, বলুয়ারদীঘির
দক্ষিণ-পশ্চিম পাড়, কোরবানীগঞ্জ, চট্টগ্রাম।