কেন্দ্র ঘোষিত চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের নতুন কমিটির প্রথম পরিচিতি সভা গতকাল বুধবার জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় আন্দরকিল্লাস্থ সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় রাষ্ট্রক্ষমতায় আনতে নেতা–কর্মীদের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। সংগঠনের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে, সাংগঠনিক কর্মকাণ্ড বৃদ্ধি করার মধ্য দিয়ে সংগঠনকে আরো গতিশীল করা, তৃণমূল তথা ওয়ার্ড থেকে জেলা পর্যন্ত সর্বক্ষেত্রে সাংগঠনিক শৃঙ্খলার উপর গুরুত্বারোপ করা। সভায় বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদ, ৩ নভেম্বর শহীদ জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধে নিহত বীর শহীদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রাক্তন প্রয়াত সভাপতি ও সাধারণ সম্পাদকদের শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।
সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপির মেজবোন ফেরদৌস আরার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং মরহুমের বিদেহী আত্মার মাহফেরাত কামনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ–সভাপতি এস এম আবুল কালাম, সহ–সভাপতি হাবিবুর রহমান, সহ–সভাপতি মজিবুর রহমান সিআইপি, সহ–সভাপতি অ্যাডভোকেট মুজিবুল হক, সহ–সভাপতি আয়ুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন মনসুর, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ আঙ্গুর, সাংগঠনিক সম্পাদক আ ম ম টিপু সুলতান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হায়দার আলী রনি, কৃষি ও সমবায় সম্পাদক গোলাম ফারুক ডলার, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুর রহিম, ধর্ম সম্পাদক মাহাবুবুর রহমান শিবলী, বন ও পরিবেশ সম্পাদক বোরহান উদ্দিন এমরান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আমানুর রশিদ হিরু, মহিলা বিষয়ক সম্পাদক খালেদা আক্তার চৌধুরী, যুব ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ফারুক, সাংস্কৃতিক সম্পাদক জয়নুল আবেদীন জুনু, উপ দপ্তর সম্পাদক মো. জসীম উদ্দিন, উপ প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, কার্যনির্বাহী সদস্য মাস্টার ফরিদুল আলম, আবু সৈয়দ, শহিদুল কবির সেলিম, গোলাম সরওয়ার মুরাদ, ইঞ্জিনিয়ার মুনির উদ্দিন আহমদ, নাছির উদ্দিন, কাইয়ুম চৌধুরী, নঈমুল হক পারভেজ, রূপ কুমার নন্দী খোকন, আবু ছালেহ চৌধুরী, মুজাহিদ বিন কায়সার, মোজাহেরুল আলম চৌধুরী, জান মো. সিকদার প্রমুখ। সভা শেষে দক্ষিণ জেলা আওয়ামী লীগ নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।