বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলার মানুষের কাছে ঐক্য ও আদর্শের নেত্রী। গতকাল সোমবার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত রাউজান উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ এ কথা বলেন। তিনি বলেন, জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হয়েছিল, ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে হত্যা করা হয়।
দলের করুণ অবস্থার মধ্যে ঐক্য ও আদর্শের প্রতীক হিসেবে, বঙ্গবন্ধু কন্যাকে আওয়ামী লীগের সভাপতি করা হয়।
তিনি দলের দায়িত্ব নিয়ে সাহসিকতার সাথে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশের মানুষকে জাগিয়ে তোলেন। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে দলের যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খানের পরিচালনা আলোচনা সভায় বক্তব্য দেন, শাহ আলম চৌধুরী, কাউন্সিলর জানে আলম জনি, নুরুল ইসলাম শাহজাহান, মোহাম্মদ দিদারুল আলম, জসিম উদ্দিন,তসলিম উদ্দিন প্রমুখ।