শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই এ দেশের নারীরা সম্মানিত হয়েছেন

মহিলা আ.লীগের শোক সভায় সাফিয়া খাতুন

| মঙ্গলবার , ৩০ আগস্ট, ২০২২ at ১০:২১ পূর্বাহ্ণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গত শনিবার সাতকানিয়া-লোহাগাড়া মহিলা আওয়ামী লীগ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সভানেত্রী সাফিয়া খাতুন বলেন, ঘাতকরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে আওয়ামী লীগের চিহ্ন মুছে ফেলতে চেয়েছিলো। কিন্তু তাদের সেই স্বপ্ন পুরোপুরি বিফলে গেছে। আওয়ামী লীগ আজ গণমানুষের দল। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে নারীদের ঝাঁপিয়ে পড়ার আহবান জানান তিনি।
তিনি আরো বলেন, ‘শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই এ দেশের নারীরা সম্মানিত হয়েছে। তিনি নারীদের অধিকার সুপ্রতিষ্ঠিত করেছেন। বিধবা, স্বামী পরিত্যক্তা, বৃদ্ধ নারীদের এই সরকার বিশেষভাবে সহযোগিতা করছে।
তিনি বলেন, নারীরাই এখন আওয়ামী লীগের শক্তি। উদ্বোধকের বক্তব্যে সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন, ইতিহাস বিকৃতির হাজারো অপচেষ্টা সত্ত্বেও সময়ের ব্যবধানে মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধুর অস্তিত্ব বাংলাদেশ নামক রাষ্ট্রীয় কাঠামোর সর্বস্তরে আজ বিরাজমান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘাতকরা সপরিবারে হত্যার মাধ্যমে যারা বাঙালি জাতির ইতিহাসে কালিমা লেপন করেছে তারা আজ ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত। তিনি সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলায় মহিলা আওয়ামী লীগের ক্রমবর্ধমান সাংগঠনিক কার্যক্রমের প্রশংসা করেন।
মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য রিজিয়া রেজা চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সহ সভাপতি কোহিনুর হোসেন খান, সাংগঠনিক সম্পাদক সুরাইয়া বেগম ইভা, তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দা রাজিয়া মোস্তফা, উত্তর জেলা সভাপতি দিলুয়ারা ইউসুফ, রোকসানা মেহেবুব চপলা, মনোয়ারা বেগম তামান্না, ইফফাত আরা, মালিহা জামান মালা, হাবিবা ইসলাম হ্যাপি, শাহিদা আক্তার জাহান, হাসিনা মমতাজ, রেহেনা বেগম, আনজুমান আরা বেগম, জেসমিন আক্তার। সভা সঞ্চালনা করেন মিজানুর রহমান মিজান ও হোসনে আরা বেবী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসম্পর্ক তৈরিতে আগ্রহী যুক্তরাজ্যের বেন্‌গর
পরবর্তী নিবন্ধআমেরিকান দূতাবাস প্রতিনিধিদের সাথে আইআইইউসির মতবিনিময়