জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, শেখ হাসিনা দেশকে সামনে দিকে এগিয়ে নিতে চাই। আর বিএনপি ‘টেক ব্যাক’ বলে দেশকে পিছনের দিকে টেনে ধরছে। দেশের উন্নয়ন তাদের সহ্য হয়না। তারা উন্নয়নে বিশ্বাসী নয়, তারা জ্বালাও পোড়াওয়ে বিশ্বাসী। শেখ হাসিনার উন্নয়নের অংশীদার হিসেবে আগামী নির্বাচনে তাকে আবারও নৌকা মার্কায় ভোট দিতে হবে। স্মার্ট বাংলাদেশ নির্মাণে এবং আগামী প্রজন্মকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে মায়েদের ভুমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। গতকাল শনিবার উপজেলার পূর্ব বাড়ৈকাড়া ছৈয়দ সাইফুল ইসলাম প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইঞ্জিনিয়ার সৈয়দ মোরশেদ উল্লাহ্র সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এতে উদ্বোধক ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক আলতাজ মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি আ.ক.ম শামসুজ্জামান চৌধুরী, ইউপি চেয়ারম্যান শাহিনুল ইসলাম শানু, হাবিবুল হক চৌধুরী, নুর রশিদ চৌধুরী এজাজ।












