শেখ হাসিনা ক্ষমতায় থাকলে সকল ধর্মের মানুষ নিরাপদে থাকে

মোহরায় এমপি নোমান

| শনিবার , ২৫ নভেম্বর, ২০২৩ at ৯:৩৬ পূর্বাহ্ণ

৫নং মোহরা ওয়ার্ডে মোহরা যুবক সংঘ কর্তৃক আয়োজিত শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা উপলক্ষে ৫দিন ব্যাপী অন্যপ্রসাদ ও ধর্ম সভার ২য় দিন সভায় সংগঠনের সাবেক সভাপতি রিপন দেবের সভাপতিত্বে রনধির চৌধুরী ও সঞ্জিব ভট্টাচার্য্য বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ..ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ। উপস্থিত ছিলেন মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, সদস্য রুবায়েত হোসাইন, চট্টগ্রাম মহানগর যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক নঈম উদ্দিন খান, সঞ্জয় চৌধুরী, লালু দেব, এস.এম আলী আকবর, প্রিয়তোষ ঘোষ, শিবলু ঘোষ, অপু মহাজন, যিশু দাশ, সুজন দত্ত, সুজন মহাজন, মোহরা যুবক সংঘের সভাপতি রুবেল চৌধুরী, সাধারণ সম্পাদক জুয়েল মহাজন, আকাশ মহাজন, বিধান মহাজন, নয়ন দাশ, শ্রীকান্ত দাশ। প্রধান অতিথির বক্তব্যে আ..ম নাছির উদ্দীন বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে সকল ধর্মের মানুষ শান্তি ও নিরাপদে থাকে। শেখ হাসিনা একজন মনেপ্রণে অসমপ্রদায়িক চেতনায় বিশ্বাসী। তিনি সবসময় বলেন, ধর্ম যার যার উৎসব সবার। এতে আরো উপস্থিত ছিলেন মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ মুজিবুল হক, এস.এম কফিল উদ্দিন, শফিকুর রহমান, ইয়াসিন তারেক, মোজাম্মেল হোসেন মানিক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ সমভাবে সব ধর্মের মানুষের : এটিএম পেয়ারুল
পরবর্তী নিবন্ধমনিরুজ্জামান ইসলামাবাদীকে স্মরণ