শেখ হাসিনা ও তার পরিবারের নামে রাজউকের প্লট বরাদ্দে অনিয়ম তদন্তে কমিটি

| শুক্রবার , ২৫ অক্টোবর, ২০২৪ at ৫:৫১ পূর্বাহ্ণ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে রাজউকের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে দিয়েছে হাই কোর্ট। আওয়ামী লীগের শাসনামলে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজউকের প্লট বরাদ্দে সকল অনিয়মের অভিযোগও এই কমিটিকে তদন্ত করতে বলা হয়েছে। একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাতেমা নজীব ও ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেয়। খবর বিডিনিউজের।

সাবেক বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরীকে প্রধান করে গঠিত তিন সদস্যের ওই কমিটির অপর দুই সদস্য হলেন অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার ও প্রকৌশলী আলমগীর হাসিন। রিটকারী পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ মিসবাহ উদ্দীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী। পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, তদন্ত কমিটিকে ১২০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত সচিব আদালতে এ প্রতিবেদন দাখিল করবেন।

পূর্ববর্তী নিবন্ধকালীর ছড়া খালের আরো চার কিমি অংশ অবৈধ দখলমুক্ত
পরবর্তী নিবন্ধনগরের ৬ পয়েন্টে জেলা প্রশাসনের সেলস সেন্টার চালু