শেখ রাসেল শিশু পুনর্বাসন কেন্দ্রে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ মেলা

| রবিবার , ৮ মে, ২০২২ at ১১:১৯ পূর্বাহ্ণ

শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে তিনদিন ব্যাপী নানা আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ঈদ মেলার আয়োজন করা হয়। হাটহাজারীর ফরহাদাবাদে ঈদের আগের দিন তথা চাঁদ রাতে শুরু হয় মেলার আনুষ্ঠানিকতা। মেলায় ছিল নানা ধরণের স্টল, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, কেক কাটা। এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস।

কেন্দ্রের ফিজিক্যাল ইন্সট্রাক্টর গমন কান্তি দের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন উপ প্রকল্প পরিচালক জেসমিন আকতার। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডা.মাহবুবুল আলম চৌধুরী, উত্তর জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড.মো. ফয়েজুল ইসলাম, চবি কলেজের প্রভাষক মো. মুরাদ চৌধুরী, মো. আইয়ুব, ল্যাফটেন্যান্ট মুনতাসির আহমেদ, সাবেক সার্জেন্ট মো. নুরুন্নবী। প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী সবসময় সুবিধাবঞ্চিত শিশুদের সাথেই আছেন। তিনি এসব শিশুদের পাশে থেকে তাদের পুনর্বাসন কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানের সভাপতি জেসমিন আকতার বলেন, নিজের আপনজন ছেড়ে নয় বরং আত্মার আত্মীয়দের সাথে ঈদ করা এবং শিশুদের মাঝে একরাশ ঈদ আনন্দ ছড়িয়ে দিতেই আমার এই প্রয়াস। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভূজপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে আড়াই হাজার লিটার সয়াবিন জব্দ
পরবর্তী নিবন্ধচন্দনাইশে ছুরিকাঘাতে গৃহবধুর মৃত্যু, স্বামী পলাতাক