শেখ রাসেল মহানগরী স্কুল ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ রেলওয়ে স্টেশন কলোনী উচ্চ বিদ্যালয়। গতকাল সোমবার দামপাড়া পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা ৩-১ গোলে মেরিন একাডেমি স্কুল এন্ড কলেজকে পরাজিত করে। বিজয়ী দলের ইকর রহমান, রিফাত আহম্মেদ, মো. শামিম প্রত্যেকে একটি করে গোল করেন। চ্যাম্পিয়ন দলকে ট্রফি সহ নগদ ৭৫,০০০টাকা ও রানার্স আপ দলকে ট্রফি সহ নগদ অর্থ ৪০,০০০ টাকা এবং তৃতীয় নির্ধারনী দলকে ট্রফি সহ নগদ ২৫,০০০ টাকা দেওয়া হয়। এছাড়া সেরা সু-শৃঙ্খল দল সিএমপি স্কুল এন্ড কলেজ ক্রেষ্টসহ নগদ ৭,০০০ টাকা দেয়া হয়। টুর্নামেন্টে সর্বোচ্চ ১০টি গোল করে সেরা গোলদাতা হন পতেঙ্গা উচ্চ বিদ্যালয়ের আব্দুর রহিম,ফাইনালের সেরা খেলোযাড় হন বাংলাদেশ রেলওয়ে স্টেশন কলোনী উচ্চ বিদ্যালয়ের আব্দুল লতিফ। তাদের অর্থ পুরস্কার দেয়া হয়। টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রত্যেক দলকে নগদ ৫,০০০ টাকা ও প্রত্যেক স্কুলকে দুই সেট করে জার্সি, সিএমপি ট্রাফিক বিভাগের সহায়তায় খেলার মাঠে যাতায়াতের জন্য পরিবহন সুবিধা প্রদান করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও সভাপতি চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা সালেহ্ মোহাম্মদ তানভীর।
উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (বন্দর), সিএমপি, এস এম মেহেদী হাসান, সংস্থার যুগ্ম সাধারন সম্পাদক সাহাব উদ্দিন আহমেদ চৌধুরী, সংস্থার সিনিয়ার সহ-সভাপতি সানা শামীনুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন-অর্থ),সিএমপি, পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম ও অপারেশন, মো. শামসুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামন কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফর, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. মোখলেছুর রহমান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর), আবুল কালাম (সাহিদ),এডিসি (পিওআর) আরাফাত, এসি বন্দর কাজী মো. তারেক আজিজ, অসি ফোর্স মো. শাহীন।