এ্যাথলেটিকস ফেডারেশন আয়োজিত শেখ রাসেল ৩৭তম জাতীয় জুনিয়র এ্যাথলেটিকস প্রতিযোগিতা গত ২৩ অক্টোবর ঢাকায় বাংলাদেশ আর্মি স্টেডিয়াম সম্পন্ন হয়। দু’দিনব্যাপী প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার পক্ষে মনিরুল মোল্লা লং জাম্পে ৬.৪৯ মিটার লাফিয়ে রৌপ্য পদক অর্জন করেন। পরে ৪ গুণিতক ৪০০ মিটার রিলে দৌড়ে জসিম খান, মিখাইল হোসেন, মো. ফেরদৌস এবং মনিরুল মোল্লা তাম্র পদক জয় করেন। এবারের প্রতিযোগিতায় ৪৯টি সংস্থার ৫১০জন এ্যাথলেট অংশগ্রহন করেন। এই প্রতিযোগিতা পরিচালনার জন্য সারা বাংলাদেশ থেকে প্রায় ১৪০ জন কর্মকর্তা, রেফারী, জাজ ও আম্পায়ার অংশগ্রহণ করেছেন। চট্টগ্রাম জেলা দলের ম্যানেজার-কাম কোচের দায়িত্ব পালন করেন সাবেক এ্যাথলেট এম সরওয়ারুল আলম (সোহেল)।