শেখ রাসেল চ্যালেঞ্জ কাপ ক্রিকেটের গ্রুপিং সম্পন্ন

| শুক্রবার , ১২ আগস্ট, ২০২২ at ৭:৪৫ পূর্বাহ্ণ

শেখ রাসেল স্মরণে অনূর্ধ্ব-১১ চ্যালেঞ্জ কাপ ক্রিকেট টুর্নামেন্টে দলগুলোর গ্রুপিং সম্পন্ন হয়েছে। ১৫ আগস্টের শহীদদের নামকরণে ১৬টি একাডেমি দলকে ৯ আগস্ট অনুষ্ঠিত প্রতিনিধি সভায় লটারির মাধ্যমে ৪টি গ্রুপ বিভক্ত করা হয়। টুর্নামেন্টে গ্রুপ এ’তে থাকছে উদীয়মান, এ জে, বেসিক ও চিটাগাং ক্রিকেট একাডেমি। গ্রুপ বি’তে ব্রাদার্স, চিটাগাং স্কোয়াড, মিলেনিয়াম ও আফতাব ক্রিকেট একাডেমি। গ্রুপ সি’তে জুনিয়র, এস এস, ইস্পাহানি ও ব্রাইট ক্রিকেট একাডেমি ও গ্রুপ ডি’তে কোয়ালিটি স্কুল-অব ক্রিকেট, রাইজিং স্টার, বন্দর স্পোর্টস ও নিউ স্টার ক্রিকেট একাডেমি। প্রতিটি গ্রুপ থেকে সেরা চারটি দল খেলবে শেষ চারে। তাতে গ্রুপ এ চ্যাম্পিয়ন খেলবে গ্রুপ ডি চ্যাম্পিয়নের বিরুদ্ধে এবং গ্রুপ বি ও গ্রুপ সি’র সেরা দুটি দল মুখোমুখি হবে অপর সেমিতে।
এদিকে ১৩ আগস্ট শনিবার বিকাল ৩টায় এম এ আজিজ স্টেডিয়ামে টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আ জ ম নাছির উদ্দীন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম কল্লোল সংঘের ফুটবল কমিটি গঠিত
পরবর্তী নিবন্ধশেখ কামাল স্মৃতি জাতীয় মার্শাল আর্ট প্রতিযোগিতায় চট্টগ্রামের ৫টি স্বর্ণ জয়