শেখ রাসেল অনুর্ধ-১১ চ্যালেঞ্জ কাপ ক্রিকেট টুর্নামেন্টে শেষ দল হিসাবে সেমিফাইনাল নিশ্চিত করেছে কোয়ালিটি স্কুল অব ক্রিকেটে। ‘ডি’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে তারা শেষ চারে জায়গা করে নিল। এর আগে প্রথম দল হিসাবে শেষ চারে জায়গা করে নেয় ‘এ’ গ্রুপ থেকে উদীয়মান ক্রিকেট একাডেমি, ‘বি’ গ্রুপ থেকে ব্রাদার্স ক্রিকেট একাডেমি এবং ‘সি’ গ্রুপ থেকে জুনিয়র ক্রিকেট একাডেমি । আজ দুটি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। প্রথম সেমিফাইনালে সকাল ৯টায় মুখোমুখি হবে উদীয়মান ক্রিকেট একাডেমি ও কোয়ালিটি স্কুল অব ক্রিকেট। দুপুর ১.৩০ টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ব্রাদার্স ক্রিকেট একাডেমি এবং জুনিয়র ক্রিকেট একাডেমি। সেমিফাইনালে বিজয়ী দুই দল ফাইনালে মুখোমুখি হবে আগামীকাল ৩০ আগস্ট সকাল ৯টায়। এদিকে গতকাল গ্রুপ পর্বের শেষ দিনের প্রথম ম্যাচে জয় পেয়েছে বন্দর স্পোর্টস একাডেমি। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত নিয়মরক্ষার এই ম্যাচে বন্দর স্পোর্টস একাডেমি ৯ উইকেটে নিউস্টার ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নামা নিউ স্টার ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ৭১ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ২০ রান করে অপরাজিত থাকে প্রান গোপাল। এঠাড়া ১৬ রান করে মুনতাসির। সর্বোচ্চ ২৮ রান আসে অতিরিক্ত থেকে। বন্দর স্পোর্টস একাডেমির পক্ষে একটি করে উইকেট নিয়েছে আহনাফ এবং শাবাব। জবাবে ব্যাট করতে নামা বন্দর স্পোর্টস একাডেমি মাত্র ৭.৩ ওভারেই ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। দলের পক্ষে আয়নান কবির ২২ রানে এবং ইকবাল হোসেন ২০ রানে অপরাজিত থাকে। ম্যাচ সেরা হয়েছে বিজয়ী দলের আয়নান কবির । তার হাতে পুরষ্কার তুলে দেন মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী। তবে দিনের দ্বিতীয় ম্যাচটি ছিল বেশ গুরুত্বপূর্ন। কারন এই ম্যাচে জিতেই কোয়ালিটি স্কুল অব ক্রিকেটকে সেমিফাইনালে যেতে হতো। শেষ পর্যন্ত তারা সেটাই করেছে। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কোয়ালিটি স্কুল অব ক্রিকেট ১৪৩ রানের বিশাল ব্যবধানে রাইজিং স্টার ক্রিকেট একাডেমিকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। প্রথমে ব্যাট করতে নামা কোয়ালিটি স্কুল অব ক্রিকেট নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২১৪ রানের বিশাল স্কোর গড়ে তোলে। দলের পক্ষে ওপেনার বাহাউদ্দিন সোহাগ মাত্র ৬১ বলে ১১টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ১০১ রান করে। এছাড়া তাসনিমুল ইসলাম শিহাব করে ৩৬ রান । ২১৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে সেঞ্চুরিয়ান বাহাউদ্দিন সোহাগের বোলিং তোপের মুখে পড়ে ১৪.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৭১ রান করতে সক্ষম হয় রাইজিং স্টার ক্রিকেট একাডেমি। দলের পক্ষে ওয়াসিম কামাল রাহিল কেবল দুই অংকের ঘরে যেতে পেরেছে। তার ব্যাট থেকে আসে ১৬ রান। অতিরিক্ত থেকে আসে সর্বোচ্চ ২৭ রান। কোয়ালিটির পক্ষে সেঞ্চুরিয়ান বাহাউদ্দিন সোহাগ ৩ ওভারে মাত্র ১১ রান খরচায় তুলে নেয় ৩ উইকেট। এছাড়া ৩ উইকেট লাভ করে হোসাইন মনসুর আয়াত । দুটি উইকেট নিয়েছে প্রাঞ্জল সিকদার। তবে ম্যাচ সেরা হয়েছে বিজয়ী দলের বাহাউদ্দিন সোহাগ। তার হাতে পুরষ্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর লোকমান হাকিম মো. ইব্রাহিম ও মো. আব্দুর রশিদ লোকমান।