শেখ রাসেল অনূর্ধ্ব–১১ চ্যালেঞ্জ কাপ ক্রিকেটে গতকাল সোমবার নিজ নিজ খেলায় জয়লাভ করেছে শেখ আবু নাসের এস এস ক্রিকেট একাডেমি ও শেখ ফজলুল হকি মনি উদীয়মান ক্রিকেট একাডেমি। মহানগর আওয়ামী লীগের ক্রীড়া বিভাগের আয়োজনে আসরে গতকালের প্রথম ম্যাচটিতে প্যারাবোলা পদ্ধতিতে এস এস একাডেমি মাত্র ৩ রানে জয় পায় শেখ জামাল বন্দর স্পোর্টসের বিরুদ্ধে। ম্যাচে হ্যাটট্রিক করে পরাজিত বন্দরের মুবাচ্ছির। সে ৪ ওভারে ৬ রান দিয়ে হ্যাটট্রিক উইকেট লাভের সুবাদে ম্যাচ সেরা হয়। তাকে পুরস্কৃত করেন সিজেকেএস কাউন্সিলর ও লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লিগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম। দিনের অপর খেলা পড়ে বৃষ্টির কবলে। যে কারণে ম্যাচটি ৮ ওভারে সম্পন্ন হয়। তাতে প্রথমে ব্যাট করে উদীয়মান ক্রিকেট একাডেমি ৮৭ রান সংগ্রহ করে। জবাব দিতে নেমে এস বি সিদ্দিকুর রহমান মিলেনিয়াম ক্রিকেট একাডেমি পুরো ৮ ওভার খেলে ৩ উইকেটে ৪০ রান করে ৪৭ রানে হার মানে। ম্যাচ সেরা মিনহাজুলকে পুরস্কৃত করেন ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মো. নুরুল আমিন। এদিকে এস এস’র সাথে সেমিফাইনাল নিশ্চিত করেছে রাইজিং ও কোয়ালিটি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৫ অক্টোবর মুখোমুখি হবে জুনিয়র ট্রেনিং একাডেমি ও বেসিক। ম্যাচটিতে যারা জিতবে তারাই সেমিতে খেলবে। সেমি’র দুটি ম্যাচ ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। আসরের উদ্যোক্তা দিদারুল আলম চৌধুরী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সিএমপি কর্তৃপক্ষের ব্যস্ত সূচির কারণে পুলিশ কমিশনারের সাথে আলোচনাক্রমে ফাইনালের দিনক্ষণ চূড়ান্ত হবে। সেটি হতে পারে ২৯ অথবা ৩০ অক্টোবর।