শেখ রাসেল একাডেমি কাপ অনূর্ধ্ব-১৫ ফুটসাল ফুটবল টুর্নামেন্টে গতকালও ৪টি খেলা অনুষ্ঠিত হয়। ১ম খেলায় মহসীন সাজু ফুটবল একাডেমি সবুজ ৩-২ গোলে এফ.সি ইউনাইটেড একাডেমি ফেনীকে পরাজিত করে। এ খেলায় মহসীন সাজু ফুটবল একাডেমির মো. বাবলু ম্যাচ সেরা হন। ২য় খেলায় কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি ৪-২ গোলে আনোয়ারা ফুটবল একাডেমিকে পরাজিত করে। কালারপোল ক্রীড়া সংস্থার মো. মেজবাহ ম্যান অব দ্যা ম্যাচ হয়। ৩য় খেলায় চট্টগ্রাম উত্তর জেলা ফুটবল একাডেমি ৪-২ গোলে এফ.সি. ইউনাইটেড ফেনীকে পরাজিত করে। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় বিজয়ী দলের সোহেল দাশ। দিনের শেষ খেলায় লিও গ্রুপ ফুটবল একাডেমি ৩-২ গোলে এফ.সি ইউনাইটেড ফেনীকে পরাজিত করে। বিজয়ী দলের ইমন হোসেন ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।