শেখ রাসেল একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতলো আবদুস সোবহান ফুটবল দল

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৩৫ পূর্বাহ্ণ

প্রথমবারের মতো আয়োজিত শেখ রাসেল এনএইচটি হোল্ডিংস লি. অনূর্ধ্ব১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে পটিয়ার ঐতিহ্যবাহী আবদুস সোবহান ফুটবল দল। গতকাল বুধবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ৩০ গোলে আনোয়ারা ফুটবল একাডেমিকে পরাজিত করে এ গৌরব পায়। অন্যদিকে রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় আনোয়ারা ফুটবল একাডেমিকে। তবে শহর কেন্দ্রিক টুর্নামেন্টের ফাইনালে উঠে শহরের বাইরে থাকা পটিয়া এবং আনোয়ারার দল দুটি সবার প্রশংসা পায়। তারা যোগ্য দল হিসেবেই ঐ অবস্থানে আসে। গতকাল অনেকটা একতরফাভাবে খেলার ফলাফল হলেও দু’দলের ফাইনালে যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা ছিল। আবদুস সোবহান ফুটবল দল সুযোগের সদ্ব্যবহার করে ফলাফল নিজেদের দিকে নিয়ে আসে অন্যদিকে আনোয়ারা ফুটবল একাডেমিকে খুব বেশি সুযোগ দেয়নি বিজয়ী দলটি। গতকাল খেলা শুরুর আগেই একদফা বৃষ্টিতে মাঠ ভিজে যায়। এরপর খেলা শুরু হলে আক্রমণ প্রতি আক্রমণে মেতে উঠে দু’দল। কিন্তু খেলার ১০ মিনিটেই গোল পেতে সমর্থ হয় আবদুস সোবহান ফুটবল দল। আক্রমণে উঠা দলের সামি বাম প্রান্ত থেকে পাস বাড়িয়ে দেয় ডান প্রান্তে থাকা সুজয় দে কে। সুজয় কিছুটা এগিয়ে বঙে ঢুকে যায় এবং শটে বল জালে জড়িয়ে দেয়। আবদুস সোবহান ফুটবল দল ১০ গোলে এগিয়ে যায়। আনোয়ারার রক্ষণভাগ এ সময় তেমন বাধা সৃষ্টি করতে পারেনি। এ গোলের পর আক্রমণ অব্যাহত রাখে তারা। মাঝে মাঝে আনোয়ারা একাডেমি উপরে উঠলেও যুতসই আক্রমন গড়তে পারেনি। এরমধ্যেই এ অর্ধের ১৮ মিনিটের সময় আরো একটি গোল আদায় করে নিতে সমর্থ হয় আবদুস সোবহান ফুটবল দল। আনোয়ারার রক্ষণভাগের ভুলে এসময় বক্সে ঢুকে পড়ে আবারো সুজয় দে। ঢুকেই ডান পায়ের কোনাকুনি শটে গোল করে দলকে ২০ ব্যবধানে এগিয়ে নেয়। দুই গোল হজমের পর আনোয়ারা ফুটবল একাডেমি খেলায় ফিরে আসার বেশ চেষ্টা করে। তাতে কাজ হয়নি। সোবহান ফুটবল দলের রক্ষণভাগ আনোয়ারার আক্রমনগুলো নস্যাৎ করে দিতে সক্ষম হয়। দুই গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে পটিয়ার দলটি। দ্বিতীয়ার্ধেও আক্রমণ প্রতিআক্রমণে খেলা চলে। এ অর্ধের ১৫ মিনিটে পেনাল্টি লাভ করে সোবহান ফুটবল দল। আক্রমণে উঠা দলের সামিকে বক্সে ফাউল করে ফেলে দেয় আনোয়ারার রক্ষণভাগ। রেফারী আবু নছর পেনাল্টির নির্দেশ দিলে রিফাত তা থেকে গোল করে দলকে ৩০ ব্যবধানে এগিয়ে দেয়। এ অর্ধে আবারো বেশ বৃষ্টি দু’দলের ক্ষুদে খেলোয়াড়দের কিছুটা অসুবিধায় ফেললেও খেলা এগিয়ে যায়। তবে বাকি সময় দু’দলের আর কেউ গোল না পেলে এ স্কোর লাইনেই ফাইনাল খেলার জয় পরাজয় নির্ধারিত হয়। গতকালের ফাইনাল খেলার সেরা খেলোয়াড় নির্বাচিত হয় আবদুস সোবহান ফুটবল দলের সুজয় দে। সেরা গোলরক্ষক হয় একই দলের সোম প্রিয় দে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় আনোয়ারা ফুটবল একাডেমির মো. আকিল। ৪টি গোল করে সেরা গোলদাতা হয় ফরিদ ফুটবল একাডেমির জাহিদুর রহমান। চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে এনএইচটি হোল্ডিংস লি. এর আর্থিক পৃষ্ঠপোষকতায় এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ... নাছির উদ্দীন। সিডিএফএ সভাপতি এস এম শহীদুল ইসলামের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর, সিজেকেএস সহ সভাপতি মো. হাফিজুর রহমান এবং স্পন্সর প্রতিষ্ঠান এন এইচ টি হোল্ডিংস লি. এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মো. তানসির। সিজেকেএস নির্বাহী সদস্য মোহাম্মদ ইউসুফের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ সভাপতি দিদারুল আলম চৌধুরী, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ও মশিউর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ শাহাবুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, নির্বাহী সদস্য গোলাম মহিউদ্দিন হাসান, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, মোহাম্মদ শাহজাহান, হাসান মুরাদ বিপ্লব, মো. দিদারুল আলম, নাসির মিয়া, সাবেক সিজেকেএস নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন ও আছলাম মোরশেদ, সিজেকেএস কাউন্সিলর আকতারুজ্জামান, মুজিবুর রহমান, আনোয়ারুল ইসলাম, প্রবীন কুমার ঘোষ, চৌধুরী হাসান মাহমুদ, লুৎফুল করিম সোহেল, রায়হান উদ্দিন রুবেল, সৈয়দ নুর নবী লিটন, আবু জাহেদ, জাহেদ হোসেন, ডা. তিমির বরণ চৌধুরী, সাইফুল আলম বাপ্পী, আবদুর রশিদ লোকমান, এম এ মুছা বাবুল, সিডিএফএ সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত চৌধুরী, নির্বাহী সদস্য আবদুল হান্নান মিরণ, কাজী জসিম উদ্দিন, সিডিএফএ কাউন্সিলর আলী আকবর, হেলাল উদ্দিন টিপু, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন জাহেদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধনেপালের হারে সেমিফাইনালে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধবুরকিনা ফাসোতে বিদ্রোহীদের হামলায় নিহত ৫৩