শেখ রাসেল একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট জয় দিয়ে শেষ করল একরাম একাডেমি

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২৪ আগস্ট, ২০২৩ at ১০:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং এনএইচটি হোল্ডিংস রিঃ এর আর্থিক পৃষ্ঠপোষকতায় আয়োজিত শেখ রাসেল অনূর্ধ্ব১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের নিজেদের শেষ ম্যাচে সান্তনার জয় পেয়েছে একরাম ফুটবল একাডেমি। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে একরাম ফুটবল একাডেমি ৩১ গোলে পটিয়া ফুটবল একাডেমিকে পরাজিত করে। নিজেদের প্রথম ম্যাচে একরাম ফুটবল একাডেমি ২০ গোলে আবদুস সোবহান ফুটবল দলের কাছে হেরেছিল। অপরদিকে পটিয়া ফুটবল একাডেমিও হেরেছিল আবদুস সোবহান ফুটবল দলের কাছে। টানা দুই ম্যাচে জিতে আবদুস সোবহান ফুটবল একাডেমি জায়গা করে নেয় সেমিফাইনালে। ফলে গতকালের ম্যাচটি ছিল কেবলই আনুষ্টানকিতার।

আর সে আনুষ্টানিকতার ম্যাচে সান্ত্বনার জয় পেয়েছে একরাম ফুটবল একাডেমি। আর পটিয়া ফুটবল একাডেমি কোন জয় পেলনা। গতকালের ম্যাচে একরাম ফুটবল একাডেমির পক্ষে সানমান সামাদ ২টি গোল করে। একটি গোল করে সাকিবুল হাসান। অপরদিকে পটিয়া ফুটবল একাডেমির পক্ষে একমাত্র গোলটি করে নাজমুল হাসান। বিজয়ী একরাম ফুটবল একাডেমির সানমান ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। তার হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন সিজেকেএস সহ সভাপতি মো. হাফিজুর রহমান। আজ শেষ হবে টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে এ প্লাস ফুটবল একাডেমি এবং শিকলবাহা ফুটবল একাডেমি। এই ম্যাচটিও কেবলই আনুষ্ঠানিকতার ম্যাচ। কারন এই গ্রুপ থেকে টানা দুই ম্যাচে জিতে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে কালারপোল ফুটবল একাডেমি।

পূর্ববর্তী নিবন্ধকেএসআরএম ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধকিশোর ফুটবলের খেলোয়াড় বাছাই নিয়ে নানা অভিযোগ