শেখ রাসেল অনূর্ধ্ব-১১ ক্রিকেটের প্রতিনিধি সভা আজ

| বৃহস্পতিবার , ২১ জুলাই, ২০২২ at ১০:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ক্রীড়া বিভাগের উদ্যোগে শীঘ্রই শুরু হবে শেখ রাসেল অনূর্ধ্ব-১১ চ্যালেঞ্জ কাপ ক্রিকেট। আসন্ন টুর্নামেন্টকে সামনে রেখে ১৩টি একাডেমির খেলোয়াড় বাছাই ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এবং সিজেকেএস সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরী এর আগে জানিয়েছেন ডাক্তারি পরীক্ষায় উত্তীর্ণ খেলোয়াড়দের চূড়ান্ত বাছাই অনুষ্ঠিত হবে ২৩ জুলাই শনিবার।

সেদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত এম এ আজিজ স্টেডিয়ামে এই চূড়ান্ত বাছাই কার্যক্রম চলবে। এদিকে শিশুদের এই ক্রিকেট উৎসব শুরুর আগে প্রতিটি একাডেমির সাথে আলোচনা করে করণীয় ও সিদ্ধান্ত গ্রহণে আজ ২১ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সিজেকেএস কনফারেন্স রুমে সভা আহ্বান করেছে আয়োজকরা। তাতে প্রতিটি একাডেমির প্রতিনিধিদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম আবাহনীকে রুখে দিল উত্তর বারিধারা
পরবর্তী নিবন্ধতাসকিন-মিরাজসহ দেশে ফিরেছেন ছয়জন