পবিত্র-ঈদ-উল আযহা উপলক্ষে এতিম, দুস্থ ও অসহায় শ্রমজীবীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন মহানগর যুবলীগের আহবায়ক মহিউদ্দিন বাচ্চু। এতে তিনি বলেন, কোরবানির মর্ম অনুধাবন করে সমাজে ন্যায়বিচার, শান্তি ও সমতা প্রতিষ্ঠায় সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে। শেখ ফজলুল হক মণি যুব স্কোয়ার্ডের ব্যবস্থাপনায় গত শনিবার নগরীর ২ নম্বর ষোলশহর গেইট সংলগ্ন একটি কনভেনশন হলে কোরআন খতম, মিলাদ মাহফিল ও মোনাজাত শেষে এতিম, দুস্থ ও শ্রমজীবীদের জন্য খাবারের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আকবর হোসেন, আকরাম হোসেন, আবু সাইদ জন, অধ্যাপক কাজী মুজিবুর রহমান, সালেহ আহমেদ দীঘল, আব্দুল আজিম, আবু বক্কর চৌধুরী, সনত বড়ুয়া, আবু বক্কর সিদ্দিকি, ইকবাল ইকরাম চৌধুরী শামীম, আবু নাসের চৌধুরী আজাদ, জহির উদ্দিন বাবুরী, মো. হিরু, এস এম মাহাতাব উদ্দিন, মো. মহিউদ্দিন, এডভোকেট সৈয়দ রবিউল হোসেন রবি, মো. সাইফুল করিম, মো. রেজাউল করিম রিটন, ইঞ্জিনিয়ার তৈয়ব হোসেন রুবেল, শহিদুল ইসলাম শহীদ, মো. রুবেল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।