বীর মুক্তিযোদ্ধা, আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার চট্টগ্রাম আবাহনী ক্রীড়া চক্রের উদ্যোগে নগরীর হালিশহর আবাহনী মাঠে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম আবাহনীর মহাসচিব শামসুল হক চৌধুরী। এ সময় সরকারি কর্মকর্তা, আবাহনী ক্রীড়া চক্রের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শেখ কামালের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ও তাঁর আত্মার মাগফিরাত কামনা করে হুইপ শামসুল হক চৌধুরী বলেন, মেধাবী তরুণ শেখ কামাল মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে জীবন বাজি রেখে দেশ মাতৃকার জন্য লড়েছিলেন। বহু গুণে গুণান্বিত ছিলেন শেখ কামাল। শেখ কামাল বেঁচে থাকলে দেশের ক্রীড়াঙ্গন থেকে সংস্কৃতি অঙ্গনের আরও অনেক বিকাশ ঘটতো।
হুইপ বলেন, আজকে শেখ কামাল বেঁচে থাকলে পরবর্তীতে দেশকে নেতৃত্ব দেওয়াসহ জাতিকে অনেক কিছু দিতে পারতেন এমন এই মেধাবী তরুণকে মাত্র ২৬ বছর বয়সে ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যা করা হয়েছিল। আমরা তাঁর আত্মার চিরশান্তি কামনা করছি। পরে ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু, শেখ কামালসহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।