শৃঙ্খলাবিরোধী কাজের সাথে যারা জড়িত বিএনপি তাদের পক্ষে নয় : সালাউদ্দিন

ফটিকছড়ি প্রতিনিধি | শনিবার , ২ আগস্ট, ২০২৫ at ৬:১২ পূর্বাহ্ণ

হেফাজতে ইসলামের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করতে গতকাল বাদে জুমা ফটিকছড়ির বাবু নগর আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম মাদ্রাসায় যান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদসহ দলের নেতৃবৃন্দ। সাক্ষাৎ শেষে বাবুনগর মাদ্রাসায় সাংবাদিকদের সালাহউদ্দিন আহমদ বলেন, হেফাজত ইসলাম কোনো রাজনৈতিক দল না হলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে সেখানে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শাপলা চত্বরে যে ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে হেফাজতের অনেক ভাই মারা গিয়েছে, তাদের মধ্যে অনেকের লাশ খুঁজেও পাওয়া যায়নি। যারা ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন করেছে আমরা তাদের সাথে আছি। তিনি আরও বলেন, আমরা মনে করি যথাসময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, শৃক্সখলাবিরোধী কাজের সাথে যারা জড়িত বিএনপি তাদের পক্ষে নয়। শৃক্সখলা ফিরানোর জন্য যে উদ্যোগ নেয়া দরকার তাও আমাদের পক্ষ থেকে অবিরাম নেয়া হচ্ছে। এরপরও যেখানে যেখানে শৃক্সখলাবিরোধী কাজ হচ্ছে সরকারের কাছে আহ্বান থাকবে, শান্তি ফিরানোর জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।

এসময় উপস্থিত ছিলেন ব্যারিস্টার মীর হেলাল, সরওয়ার আলমগীর, আজিম উল্লাহ বাহার, মোবারক হোসেন কাঞ্চন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারগামী প্রবালের যাত্রা বাতিল, সন্ধ্যায় স্টেশনে হৈ চৈ
পরবর্তী নিবন্ধইপিজেডের নর্থপোল কারখানা আবার নিলামে