শৃঙ্খলা সুরক্ষিত হলে দলের ভিত্তি সুদৃঢ় হবে

মহানগর আ. লীগের ইউনিট সম্মেলনে বক্তারা

| সোমবার , ২২ নভেম্বর, ২০২১ at ১১:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেছেন, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী মহানগর আওয়ামী লীগের আওতাধীন ইউনিটের সম্মেলনের মধ্য দিয়েই একটি নব অধ্যায় সূচিত হল। নতুন পুরাতনকে মিলে এই ইউনিটগুলো আগামী নেতৃত্বকে অবশ্যই সুসংহত করবে। তিনি গতকাল রোববার ২নং জালালাবাদ ওয়ার্ড খ ইউনিট সম্মেলনে একথাগুলো বলেন। তিনি আরো বলেন ঘরে বসে নয়, উন্মুক্ত স্থানে আমন্ত্রিত কাউন্সিলরদের উপস্থিতিতে যে সম্মেলন অনুষ্ঠিত হল তা অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার ক্ষেত্রে মাইলফলক হয়ে থাকবে। তিনি আরো বলেন আমাদের মধ্যে অভিযোগ বা মতভিন্নতা থাকতে পারে। সবচেয়ে বড় কর্তব্য হল শৃঙ্খলাকে সুরক্ষা করা। শৃঙ্খলা সুরক্ষিত হলে দলের ভিত্তি সুদৃঢ় এবং শক্তিশালী হবে। খ ইউনিট আওয়ামী লীগের সভাপতি নুর আলম নুরুর সভাপতিত্বে ও আবদুল মালেকের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন আবদুল লোকমান কুতুবী, মো. এয়াকুব। দ্বিতীয় অধিবেশনে খ ইউনিটে ওয়াহিদুল আলম বাবুকে সভাপতি ও মো. ইকবালকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবন্দরে ট্রাক চাপায় জাহাজ শ্রমিকের মৃত্যু
পরবর্তী নিবন্ধকলেজছাত্রীকে ‘ধর্ষণের হুমকি’, বাসচালক ও হেলপার আটক