আমার উপস্থিতি তোমার বিচলিত হওয়ার কারণ না হোক,
আমার অদৃশ্যতায় তোমার হৃদয় খানিকটা কম্পিত হোক,
আমার অনুপস্থিতি হোক তোমার অনুভব।
পূর্নিমার রাতে ঝিরঝিরি হাওয়ায়,
আমার সুভাসে কখনও কী তুমি মাতোয়ারা হও?
নাকি তোমার মনের গহীনে আমি কেবলই দুঃস্বপ্ন।
যদি তাই–ই হয় তবে মনের কবরে আমায় দাফন করে দিও,
বিচূর্ণ হৃদয় নিয়ে শূন্য আসনে
আমি না হয় বিলীন হয়ে যাব চিরতরে।