শূন্য আসন

চাঁদ সুলতানা নকশী | বৃহস্পতিবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৪ at ৫:০৬ পূর্বাহ্ণ

আমার উপস্থিতি তোমার বিচলিত হওয়ার কারণ না হোক,

আমার অদৃশ্যতায় তোমার হৃদয় খানিকটা কম্পিত হোক,

আমার অনুপস্থিতি হোক তোমার অনুভব।

পূর্নিমার রাতে ঝিরঝিরি হাওয়ায়,

আমার সুভাসে কখনও কী তুমি মাতোয়ারা হও?

নাকি তোমার মনের গহীনে আমি কেবলই দুঃস্বপ্ন।

যদি তাইই হয় তবে মনের কবরে আমায় দাফন করে দিও,

বিচূর্ণ হৃদয় নিয়ে শূন্য আসনে

আমি না হয় বিলীন হয়ে যাব চিরতরে।

পূর্ববর্তী নিবন্ধশরৎ এলো
পরবর্তী নিবন্ধকৃষ্ণচূড়ার মায়াবী জালে