গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ পেতে শুল্ক আরোপের হুমকি থেকে হুট করে সরে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর্কটিকের দ্বীপটিতে বলপ্রয়োগের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন এবং স্বায়ত্তশাসিত ডেনিশ অঞ্চলটি নিয়ে সৃষ্ট দ্বন্দ্ব নিরসনে একটি চুক্তির সম্ভাবনা উঁকি দিচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন। খবর বিডিনিউজের।
ন্যাটোর দুই সদস্যের মধ্যে ভূখণ্ড নিয়ে বিরোধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ক্রমশ বিস্তৃত হতে থাকা ট্রান্স–আটলান্টিক নিরাপত্তা জোটটির ভবিষ্যৎকে বড়সড় প্রশ্নের মুখে ঠেলে দিয়েছিল। গ্রিনল্যান্ড পেতে ট্রাম্পের হুমকি–ধামকি একদিকে মিত্রদের মধ্যে অবিশ্বাস ও অস্বস্তি তৈরি করছিল, পাশাপাশি তা বিশ্বব্যাপী নতুন বাণিজ্য যুদ্ধের ঝুঁকিও প্রকট করে তুলেছিল। কিন্তু সুইজারল্যান্ডের দাভোসে নেমে ট্রাম্পকে আপাতত পিছু হটতে দেখা গেল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সুইস আলপাইন রিসোর্টে ন্যাটো মহাসচিব মার্ক রুটের বৈঠক শেষে তিনি বলেছেন, ৫৭ হাজার জনসংখ্যা অধ্যুষিত কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ দ্বীপ গ্রিনল্যান্ড নিয়ে পশ্চিমা আর্কটিক মিত্ররা একটি নতুন চুক্তিতে উপনীত হতে পারে যা তার গোল্ডেন–ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাপনার আকাঙ্ক্ষা পূরণ করবে ও গুরুত্বপূর্ণ খনিজ উত্তোলনের সুযোগ করে দেবে, পাশাপাশি আর্কটিকে চীন–রাশিয়ার প্রভাব কমিয়ে আনবে।











