নগরীর পাঁচলাইশ শুলকবহর এলাকায় ৮টি মোটর গ্যারেজের বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ছাড়া আবাসিক এলাকায় প্রতিষ্ঠান স্থাপন ও কার্যক্রম পরিচালনা করে শব্দদূষণ ও পরিবেশ দূষণের দায়ে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গতকাল পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক সোনিয়া সুলতানার দিক নির্দেশনায় এবং জেলা প্রশাসনের বাকলিয়া সার্কেলের এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
৮ প্রতিষ্ঠান হচ্ছে আমানত মোটরস, ফারুক/রুবেল মোটরস, ভাই ভাই মোটরস, আনোয়ার মোটরস, আপন মোটরস, সুজন মোটরস, কাজল/রুবেল মোটরস ও রাবিক এন্টারপ্রাইজ। পরিবেশ অধিদপ্তর জানায়, অভিযান পরিচালনাকালে শব্দ দূষণ ও পরিবেশ দূষণ থেকে বিরত থাকার জন্য জনসাধারণের মাঝে জনসচেতনতা সৃষ্টি করা হয়।