শুলকবহরে ৫৭ লাখ টাকার ইয়াবা উদ্ধার

দুই রোহিঙ্গাসহ আটক ৩

আজাদী প্রতিবেদন | রবিবার , ২০ জুন, ২০২১ at ১০:১৬ পূর্বাহ্ণ

নগরীর অভিযান চালিয়ে ৫৭ লাখ টাকার ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭। এসময় ১৮ হাজার ৮১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে দুইজন রোহিঙ্গা বলে র‌্যাব জানিয়েছে। গত শুক্রবার বিকাল পৌনে ৪টার দিকে শুলকবহর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, কক্সবাজার জেলার উখিয়া থানার জামতলী রোহিঙ্গা ক্যাম্প-১৫ এর মো. খবিরের ছেলে মো. নুর (২৯), একই থানার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-এম ৮ এর আব্দুর রহমানের ছেলে মো. মাহামুদুল্লাহ (৩৪) ও কঙবাজার জেলার সদর থানার হালিমা পাড়ার কবির আহম্মেদের ছেলে মো. মাহাবুবুর রহমান।
র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মো. নুরুল আবছার সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তারা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছিল। এদের মধ্যে ২ জন রোহিঙ্গা ও একজন কঙবাজারের বাসিন্দা। রোহিঙ্গাদের কাছ থেকে ছয়টি বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, তারা কঙবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রয় করে আসছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় ১২ বছরে যোগাযোগ খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে
পরবর্তী নিবন্ধস্বর্ণের দাম কমল ভরিতে ১,৫১৬ টাকা