করোনাকালীন সময়ে মানুষকে মানবতার হাত বাড়িয়ে দিয়ে মানবিক সহযোগিতা কার্যক্রম অব্যাহত রেখেছে রেড ক্রিসেন্ট। এর অংশ হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রামের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের বাস্তবায়নে গত ২৫ নভেম্বর নগরীর শুলকবহর এলাকার নিম্নবিত্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ মির্জাপুলস্থ চুন্নমিয়া লেইনে অনুষ্ঠিত হয়।বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ডা. শেখ শফিউল আজম, রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য মহসিন উদ্দীন চৌধুরী ফয়সাল, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান মো. ইসমাইল হক চৌধুরী ফয়সাল। শুকনো খাবারের মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি, সুজি, লবণ, তেল। প্রেস বিজ্ঞপ্তি।