সঠিক প্রশিক্ষণ না থাকলে অক্সিজেন সিলিন্ডার প্রয়োজনের সময় কোনো কাজে আসবে না। করোনার এই আপদকালীন সময়ে অক্সিজেন প্রশিক্ষণ সেবার অভাবে যেনো ঝরে না পড়ে কোন প্রাণ। তারই লক্ষ্যে অঙিজেন সিলিন্ডার ব্যবহারে কার্যকরী ভূমিকা রাখতে মানুষকে সচেতন করতে গতকাল বুধবার দিনব্যাপী ৮নং শুলকবহর ওয়ার্ডস্থ সামারা কনভেনশন সেন্টারে কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া তারুন্যের সমন্বয়ে গঠিত আরবান কমিউনিটি ভলান্টিয়ারের ৫০ জন সদস্যের জন্য এক অক্সিজেন সেবা প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়। গত ১৩ জুলাই ৮নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মো. মোরশেদ আলম এর উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় প্রশিক্ষণ দেন সাউর্দান মেডিকেল কলেজ হাসপাতাল ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. মুহাম্মদ সায়েম এবং ইমার্জেন্সি মেডিকেল এসিস্ট্যান্ট মো. নুর ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি












